পাকিস্তানের সিন্ধু প্রদেশে গরীব দলিত হিন্দুদের উপর কট্টরপন্থী ইসলামবাদীদের হামলা, লুঠপাট

0
1274

বঙ্গদেশ ডেস্ক – সোমবার পাকিস্তানের মানবাধিকারকর্মী রাহাত অস্টিন সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে পাকিস্তানের সিন্ধু প্রদেশে ভিল সম্প্রদায়ের হিন্দুদের বাড়িতে ইসলামপন্থীরা হামলা ও লুঠপাট করেছে। পাকিস্তানের ভিল সম্প্রদায় অত্যন্ত প্রান্তিক এবং আর্থ-সামাজিকভাবে পিছিয়ে থাকা একটি জনগোষ্ঠী। তিনি জানিয়েছিলেন যে জনৈক মুহাম্মদ আসলাম, আশেপাশের এলাকার কয়েকজন লোককে সাথে নিয়ে ওই অঞ্চলে বসবাসরত দরিদ্র হিন্দুদের উপর আক্রমণ ও অত্যাচার চালিয়েছিল। তারা লুঠপাট করে এবং দলিত হিন্দুদের বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য করে। মনে করা হচ্ছে এলাকা খালি করে জমি দখল করার উদ্দেশ্য রয়েছে আক্রমণকারীদের।

বারংবার খবরে প্রকাশ পেয়েছে কীভাবে নিরবিচ্ছিন্ন নৃশংসতা পাকিস্তানের অনেক হিন্দুকে বাঁচার আশায় ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে। নিদেনপক্ষে তারা সামাজিক স্বীকৃতি নিয়ে পাকিস্তানের ইসলামী রাষ্ট্রে বাঁচতে সক্ষম হবে, এই আশায় বহু গরীব হিন্দু ধর্মান্তরিত হয়েছেন। এছাড়া অর্থ পাওয়ার বিষয়টি তো রয়েছেই। কিছুদিন আগে লক ডাউনের সময় পাকিস্তানে হিন্দুদের ত্রাণ দিতেও অস্বীকার করা হয়।

সিন্ধের এই অত্যাচারিত হিন্দুরা এখন নিজ নিজ বাড়িতে ফিরে যেতে ভয় পাচ্ছেন। তারা পাকিস্তানের সেশন জজ এবং এসএসপি পুলিশ বদিনকে সুরক্ষার জন্য একটি আবেদনপত্র জমা দিয়েছেন। রাহাত অস্টিনের শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে যে এই হিন্দুরা তাদের উপর ক্রমাগত চলা নৃশংসতার বিরুদ্ধেও স্লোগান তুলছিল।

এইরূপ দুর্ভাগ্যজনক ঘটনাগুলি পাকিস্তানে খুব সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গত অক্টোবর মাসে ইসলামপন্থীরা সিন্ধু রাজ্যে হিন্দুদের ইসলাম ধর্মাবলম্বন করার জন্য চাপ দিত, পাশাপাশি বেশ কয়েকটি বাড়িঘর পুড়িয়ে দিয়েছিল। রাহাত অস্টিন দাবি করেছিলেন যে, এই ধরনের নৃশংসতা চালিয়ে এই ইসলামপন্থীরা ধারাবাহিকভাবে চেষ্টা করে এই প্রান্তিক হিন্দুদের উপর চাপ সৃষ্টি করেতে। হয় ইসলাম গ্রহণ করতে হবে নয়তো তাদের দাস হিসাবে জিম্মি থেকে কাজ করতে হবে, এই তাদের লক্ষ্য।

উপরোক্ত ঘটনার একমাস পূর্বে ভিল সম্প্রদায়ের অন্তর্গত ১৭১ জন হিন্দু পুরুষ, মহিলা এবং শিশুদের পাকিস্তানের সিন্ধ প্রদেশের একটি মাদ্রাসায় জোর করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয়েছিল। রাহাত জানিয়েছিলেন যে দরিদ্র ও দুর্বল জনগোষ্ঠী, বিভিন্ন প্রলোভনের ফলেও গণ ধর্মান্তরকণের শিকার হয়। এছাড়া অত্যাচার, খুন, ধর্ষণ, নারীলুঠ তো রয়েছেই।