পূর্ব মেদিনীপুরের খ্রিস্টান মিশনারীদের তাড়িয়ে দিয়েছে গ্রামবাসী, বন্ধ করলো ধর্মান্তরিতকরণ

0
836

বঙ্গদেশ ডেস্ক: দেশজুড়ে খ্রিস্টান মিশনারীদের ধর্মান্তরিতকরণের রমরমা অবস্থা চলছে। অখ্রিস্টানদেরকে তথাকথিত “গডস ওয়ার্ডস” বলে ধর্মান্তরিত করার এই কাজ মিশনারীরা চালিয়ে আসছে বহুদিন ধরে৷ আমাদের রাজ্য পশ্চিমবঙ্গও এর থেকে রেহাই পাচ্ছিলো না। এমতাবস্থায় পূর্ব মেদিনীপুরে দেখা গেলো এক অন্য চিত্র, যা দেখে আশার আলো দেখছে রাজ্যের হিন্দু সমাজ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার অন্তর্গত দ্বারিবেড়িয়া গ্রামে। 

পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার অন্তর্গত দ্বারিবেড়িয়া গ্রামটি মূলত হিন্দু অধ্যুষিত একটি গ্রাম। সম্প্রতি সেখানে খ্রিস্টান মিশনারীদের পক্ষ থেকে বেশ কিছু মিশনারী আসে গত পরশু৷ তারা সহজ গ্রামবাসীদের সরল বিশ্বাসের সুযোগ নিয়ে তাদেরকে “গডস ওয়ার্ডস” বোঝাতে থাকে এবং এগুলোই একমাত্র ঈশ্বরের সত্য কথা, বাকি সব মিথ্যা এমনটা বুঝিয়ে তাদেরকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হতে প্ররোচিত ও প্রভাবিত করার চেষ্টা করতে থাকে। 

এছাড়াও তারা বলতে থাকে যে খ্রিস্টান ধর্মই একমাত্র সত্য, আর একমাত্র যিশুর বাণীই স্বয়ং ঈশ্বরের বাণী। সহজ সরল গ্রামবাসী সব শুনেও প্রতিবাদ করার সাহস সঞ্চয় করতে পারছিল না। এক পর্যায়ে তারা স্থানীয় বজরঙ্গ দলের কার্যকর্তাদেরকে খবর দেন। বজরঙ্গ দলের কার্যকর্তারা আসার পর মিশনারীদেকে আটক করে রাখে গ্রামবাসীরা। এরপর মিশনারীদেরকে অত্র ধর্মান্তরিত করার উদ্দেশ্যে অখ্রিস্টানদেরকে প্ররোচিত করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয় এবং সেখান থেকে তাদেরক তাড়িয়ে দেয় স্থানীয় গ্রামবাসী ও বজরঙ্গ দলের কার্যকর্তারা।