পরিবর্তনের বার্তা নিয়ে ফেব্রুয়ারীতে রথযাত্রা ক্যাম্পেইনের সিদ্ধান্ত বিজেপির, চলছে প্রস্তুতি 

0
488

বঙ্গদেশ ডেস্ক: একুশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতির মাঠ এখন সরগরম। পুরোদমে প্রচার চালাচ্ছে কমবেশি সবকটি দল। রাজ্যে তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী যে বিজেপি তা স্পষ্টতই বলে দেওয়া যায়। বিধানসভা নির্বাচনে জিতে ক্ষমতায় আসতে কোনও স্ট্র‍্যাটেজিই বাদ দিতে চাইছে না বিজেপি। বিজেপির প্রচারের অন্যতম শক্তিশালী মাধ্যম তাদের রথযাত্রা। এবার এই রথযাত্রা নিয়ে পশ্চিমবঙ্গের মাঠেও নামছে বিজেপি। 

গত শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে এই রথযাত্রা ক্যাম্পেইনের বিষয়ে আলোচনায় বসেছিল বিজেপির দায়িত্বপ্রাপ্ত শীর্ষ নেতৃত্ব। প্রাথমিক সিদ্ধান্তে এটুকু স্পষ্ট যে রথযাত্রার সম্পূর্ণ পরিকল্পনা এমনভাবে করা হবে যেন ২৯৪ টি বিধানসভা আসন স্পর্শ করা যায়। ফেব্রুয়ারী মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পশ্চিমবঙ্গে আসার কথা রয়েছে। আর তাই এই রথযাত্রার সূচনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে শুরু হবার সম্ভাবনা রয়েছে।

রাজ্যের মোট ৫ টি স্থান থেকে এই রথযাত্রা শুরু করা হবে যেন ২৯৪ টি বিধানসভাতেই জনসংযোগ করা সম্ভব হয়। এছাড়াও এমনভাবে সময়সূচী নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব ছাড়াও রাজ্যের শীর্ষ নেতৃত্ব  এবং জেলা ও বুথ পর্যায়ের নেতাকর্মীরা এতে নির্বিঘ্নে যোগদান করতে পারে। আগামী ৩০ ও ৩১ জানুয়ারী দলীয় কর্মীদের চাঙ্গা করতে পশ্চিমবঙ্গে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সময়ে রথযাত্রার বিষয়ে রাজ্যে নেতৃত্বের সাথে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের সময়ে এই রথযাত্রার মাধ্যমে গণসংযোগ করে পশ্চিমবঙ্গে ব্যপক সফলতা পেয়েছিল বিজেপি। বিধানসভাতেও বাজিমাত করার লক্ষ্যে সেই পথেই হাঁটছে বিজেপি।