২০ শে জুন রাজ্যে পালন করা হল পশ্চিমবঙ্গ দিবস

0
356

বঙ্গদেশ ডেস্ক:সোমবার বিধানসভার অধিবেশনে যোগ দানের পর বিরোধী দলনেতা অধিকারী শুভেন্দু অধিকারী বলেন , ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালনের জন্য আবেদন জানান। তিনি বলেন, এই বিশেষ দিনটির জন্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে বারবার স্মরণ করা উচিত । এছাড়াও রেড রোডে পায়ে হেঁটে পদযাত্রা করেন সকলে এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান‌ও করা হয়েছে।

তিনি ২০ জুন আগামী বছর থেকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন । অর্থাৎ সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস পালনের দাবি তুলেছেন বিধানসভায় । যদিও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন , এমন কোনও দিবস বিধানসভায় পালনের রেকর্ড নেই ।

এ বিষয়ে শুভেন্দু অধিকারী বলেছেন ,“ভোটাভুটির মাধ্যমে ভারতবর্ষের অন্যতম প্রান্ত হিসাবে অন্তর্ভূক্ত করা হয়েছিল । সেদিন মোট ২১ জন ভোট দিয়েছিলেন যাতে করে কলকাতা – সহ পশ্চিমবঙ্গ তদানীন্তন পাকিস্তান , বর্তমান বাংলাদেশের সঙ্গে থাকে। বিধানসভা অধিবেশন চলাকালীন তিনি প্রথমার্ধে উল্লেখপর্বে পশ্চিমবঙ্গ সরকারকে অধ্যক্ষের মাধ্যমে এই দিনটি পশ্চিমবঙ্গ দিবস হিসাবে ঘোষণা করার আবেদন করেছেন।

আজকের দিনটির সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম ওতোপ্রোতভাবে জুড়ে রয়েছে । শুভেন্দু অধিকারী আজকের এই বিশেষ দিন সংক্রান্ত কোনও তথ্য নিয়ে হাউজে গিয়েছিলেন। বাংলার আগামী প্রজন্ম, নব প্রজন্মের কাছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে তুলে ধরার জন্য মরিয়া হয়ে উঠেছেন তিনি। এছাড়াও নর‌ওয়ে দূতাবাসের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে।