সনাতনী আন্দোলনে পথে নামছে সংযুক্ত হিন্দু ফ্রন্ট

0
287

বঙ্গদেশ ডেস্ক: সনাতনী আন্দোলনে নামছে সংযুক্ত হিন্দু ফ্রন্ট। শুক্রবার তারা কলকাতায় শ্রী চৈতন্য কীর্তনের ডাক দিয়েছে।সংগঠনের সভাপতি শঙ্কর মণ্ডল বলেছেন, ২৪ জুন একাদশীর দিন ব‌উবাজরে ব্যাঙ্ক অব ইন্ডিয়া মোড় থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত হবে আমাদের কর্মসূচি, সনাতনী জাগরণ। আগামী জুলাই মাসের শুরুতেই রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দেওয়া হবে। সাধুসন্তদের নিয়ে করা হবে এই ব্যাপক কার্যসূচি।

শঙ্করবাবুর কথায়, বর্তমান পরিস্থিতিতে সনাতনীদের অবস্থা শোচনীয়। বারে বারে নানান আছিলায় হিন্দুদের বাড়িতে, দোকানে, আগুন জ্বালানো হয়। কিন্তু অপরদিকে অসাধু ব্যক্তি বা নেতারা ১০০ কোটি ভারতবাসীর ভাবাবেগে আঘাত করে কখনও শিবলিঙ্গের ওপর কণ্ডোম পড়াবে, বা শিবলিঙ্গকে শিবের প্রতীক না মেনে শিবলিঙ্গকে যৌনাঙ্গের সঙ্গে তুলনায় টেনে কুরুচিকর মন্তব্য করবেন। একাধিক থানায় এফ আই আর হলেও পুলিশ এ ব্যাপারে পদক্ষেপ করেনি।

জাতীয় সম্পত্তি আগুন ধরিয়ে এ কোন ধরনের আন্দোলন? প্রশ্ন তুলেছেন সংযুক্ত হিন্দু ফ্রন্টের সভাপতি শঙ্কর মণ্ডল। তাঁর বক্তব্য অনুযায়ী,এটা প্রতিবাদের পন্থা হতে পারে না। আন্দোলনের নামে দেশবিরোধী শক্তির উপস্থিতি যথেষ্ট আশঙ্কা রয়েছে। এবং এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের উচিত কঠোর আইন প্রণয়ন করে একে দমন করা। তা নাহলে দেশের সার্বভৌমত্ব অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন।