আব্বাস সিদ্দিকীর সাথে জোটে যাওয়ার আভাস সিপিএম এর, প্রস্তাব এলে অবশ্যই ভাবা হবে

0
579

বঙ্গদেশ ডেস্ক: পশ্চিমবঙ্গে সিপিএম-এর একরকম লেজেগোবরে অবস্থা। অন্যান্য রাজনৈতিক দলগুলো বামফ্রন্টকে ৭ পার্সেন্ট বলে টিপ্পনী কাটতেও শোনা যায়। সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আব্বাস সিদ্দিকীর গড়া নতুন দল ইন্ডিয়ান সেক্যুলার ফন্টকে বেছে নিলো সিপিএম, সিপিএম নেতা মহম্মদ সেলিম এমনই আভাস দিলেন। মহম্মদ সেলিম স্পষ্ট করে জানান জোটের প্রস্তাব এলে অবশ্যই ভাববে সিপিএম। 

কট্টর ইসলামপন্থী বলে পরিচিত ফুরফুরা শরীফের পীর আব্বাস সিদ্দিকী সম্প্রতি ইন্ডিয়ান সেক্যুলার ফন্ট নামে নিজের রাজনৈতিক দল গঠন করেছে। ইতিমধ্যেই ওয়েসীর মিম (AIMIM) এর জোটও করেছে তারা এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে লড়াই করবে বলে জানিয়েছে মিম। সেক্যুলার ফন্ট বলে পরিচিত হলেও আব্বাস সিদ্দিকীর দলের মূল স্তম্ভ যে মুসলিম ভোট তা বলাই বাহুল্য!  

আব্বাস সিদ্দিকীর দল সম্পর্কে সিপিএম নেতা মহম্মদ সেলিমের অভিমত এই যে আব্বাস সিদ্দিকীর দল সাম্প্রদায়িক নয়, তারা সমাজের সাধারণ মানুষের জন্য কাজ করতে চায়। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ সকলেই কমবেশী আব্বাস সিদ্দিকীর কট্টর ইসলামপন্থা সম্পর্কে অবগত। তাই মহম্মদ সেলিমের এই অভিমতের বাস্তবতার সাথে যে কোন সংশ্রব নেই তা বুঝতেই পারছে রাজ্যের নেটিজেনরা। কিন্তু মিমের সাথে সিপিএম জোট করতে রাজি নয়, কারণ সিপিএম এর বক্তব্য এই যে মিম চরম সাম্প্রদায়িক দল! 

একদিকে কট্টর ইসলামপন্থী আব্বাস সিদ্দিকীর সাথে জোট করতে রাজি সিপিএম, অন্যদিকে মিমের সাথে জোটে রাজি নয় সিপিএম, সব মিলিয়ে সিপিএম যে তাদের তথাকথিত “সেক্যুলার” ভাবমূর্তি ধরে রাখার চেষ্টা করছে তা একপ্রকার পরিষ্কার। তবে রাজ্যের নেটিজেনরা ইতিমধ্যেই সিপিএম এর এই দ্বিচারিতা দেখে চর্চা শুরু করে দিয়েছে। অনেক নেটিজেন এমনও মন্তব্য করেছেন যে সিপিএম অফিশিয়ালি তাদের নাম কমিউনিস্ট পার্টি ইসলামপন্থী মার্ক্সবাদী করে দেওয়া শুধু সময়ের অপেক্ষা।