প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটিবার দেখার আশা, ৮০ বছরের বৃদ্ধের পদযাত্রার ভিডিও ভাইরাল

0
508

বঙ্গদেশ ডেস্ক:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা মানেই ভারতবর্ষে এক বিশেষ আকর্ষণ! দেশের আবালবৃদ্ধবনিতার প্রথম পছন্দ যে মোদীই তা প্রধানমন্ত্রীর জনসভাগুলোর চিত্র দেখলেই স্পষ্ট হয়ে যায়। ভারতবর্ষের যে প্রান্তেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা হোক না কেন, তাতে তিল ধারণের স্থান যে থাকবে না তা রীতিমতো স্পষ্ট। এমনকি বিদেশের মাটিতেও দেখা গিয়েছে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা ঠিক কতোটা। 

নেতাজীর ১২৫ তম জন্মজয়ন্তী উদযাপনের জন্য ২৩ শে জানুয়ারী পশ্চিমবঙ্গে এসেছিলেন প্রধানমন্ত্রী। কলকাতার ভিক্টোরিয়া হলে নেতাজীর জন্মজয়ন্তী উদযাপনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তিনি। সেদিনই পশ্চিমবঙ্গে আসার পূর্বে তিনি আসামেও একটি জনসভায় গিয়েছিলেন। আর সেই জনসভাতেই দেখা গেলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি সাধারণ মানুষের ভালবাসা ঠিক কতোটা! বিজেপি নেতা সুনীল দেওধর একটি ভিডিও শেয়ার করেছেন যাতে দেখা যায় একজন ৮০ বছরের এক বৃদ্ধ ব্যক্তি পায়ে হেঁটে যাত্রা করছেন শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটিবার দেখার আশায়। 

সুনীল দেওধর ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ” সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি খুঁজে পেয়েছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র আসামের জনসভায় যোগ দেওয়ার লক্ষ্যে ৮০ বছর বয়সী একজন বয়োজ্যেষ্ঠ প্রবল উৎসাহের সাথে পদযাত্রা করছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি এটাই মানুষের বিশ্বাস ও ভালবাসা।” 
https://www.facebook.com/317042561720861/posts/3671187359639681/