প্রজাতন্ত্র দিবসের প্যারেডে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সরকারি প্রকল্পের ট্যাবলো, সমালোচনার ঝড়

0
655

বঙ্গদেশ ডেস্ক: প্রজাতন্ত্র দিবসকে ঘিরে উচ্ছ্বসিত ছিল গোটা দেশ। ভারতবর্ষের প্রতিটি প্রান্তে প্রজাতন্ত্র দিবসকে ঘিরে যথাযোগ্য মর্যাদায় উত্তোলন করা হয় জাতীয় পতাকা, আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। কলকাতার রেড রোডে প্রজাতন্ত্র দিবসের বিশেষ প্যারেড আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিশেষ অতিথিরা। করোনার জেরে এবারের রেড রোডের প্যারেডে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ ছিল। 

রাজধানী দিল্লিতেও প্রজাতন্ত্র দিবসের বিশেষ প্যারেড আয়োজন করা হয়। ভারতের সকল রাজ্যের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, জীবনধারা ইত্যাদি বিষয়ের ওপর আলোকপাত করে সেগুলোকে তুলে ধরার জন্য বিভিন্ন রকম ট্যাবলো তৈরি করা হয় যা দর্শকদের মনে কেড়ে নিয়েছে ইতিমধ্যেই। বিভিন্ন রাজ্যকে তুলে ধরে নানা ধরণের ট্যাবলো দিয়ে সাজানো হয়েছিল এই বিশেষ প্যারেড। কিন্তু এই সবকিছুর মধ্যে মুখ পুড়েছে শুধু পশ্চিমবঙ্গের। 

অন্যান্য রাজ্যের ট্যাবলোর মতো পশ্চিমবঙ্গের ট্যাবলো স্থান পেয়েছিল প্রজাতন্ত্র দিবসের এই বিশেষ প্যারেডে। পশ্চিমবঙ্গের একটি ট্যাবলোতে দেখা যায় প্যারেডে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পের ট্যাবলো স্থান পেয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী, সবুজ সাথী, দুয়ারে সরকার ইত্যাদি বিভিন্ন প্রকল্পের ট্যাবলোও স্থান পেয়েছে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড়ো সাইজের ছবি দেখা যায়! এই ট্যাবলোগুলোর ছবি ছড়িয়ে পড়ায় ইতিমধ্যেই নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছে রাজ্য সরকার। অনেক নেটিজেন এমন মন্তব্য করেছেন যে এভাবে পশ্চিমবঙ্গের সম্মান নষ্ট করার কোন প্রয়োজন তো ছিল না। স্বামী বিবেকানন্দ, নেতাজী সুভাষ চন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, বিনয়-বাদল-দীনেশ -দের মতো ব্যক্তিত্বদের নিয়ে ট্যাবলো না বানিয়ে সরকারি প্রকল্পের ট্যাবলো বানিয়ে কিভাবে পশ্চিমবঙ্গের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, জীবনধারা তুলে ধরা হলো তা কেউই বাস্তবে বুঝতে পারছে না।