ভিক্ষাও জুটছে না ইসলামিক পাকিস্তানের, এবার বন্ধক রবে ইসলামাবাদের পার্ক

0
623

বঙ্গদেশ ডেস্ক – অর্থনৈতিক চ্যালেঞ্জের ভারে অভিভূত পাকিস্তান এখন ৫০০ বিলিয়ন পাকিস্তানি টাকার (পিকেআর) বিনিময়ে ইসলামাবাদের বৃহত্তম পার্কটিকে বন্ধক রাখার প্রস্তাব বিবেচনা করছে। বিশ্ব ব্যাঙ্কের কাছে হাত পাতা হয়ে গিয়েছে আগেই, কিন্তু তাদের শর্তগুলি মানতে সক্ষম নয় ইমরান খান নিয়াজির ‘নয়া পাকিস্তান’; ঋণ দিতে অপারগ সেই সংস্থাও।

দ্য ডন তাদের রিপোর্টে উল্লেখ করেছে, পাকিস্তানের ফেডারেল সরকার এফ – ৯ পার্ক (ফাতিমা জিন্নাহ পার্ক) বন্ধক রেখে এবং বন্ড জারি করে ৫০০ বিলিয়ন পাকিস্তানি টাকা পাওয়ার চেষ্টা চালাচ্ছে। ৭৫৯ একর এলাকা জুড়ে ছড়িয়ে থাকা এই পার্কটির নাম রাখা হয়েছে মুহাম্মদ আলী জিন্নাহর ছোট বোন ফাতিমা জিন্নাহর নামে।

অর্থ বিভাগ কর্তৃক এই প্রস্তাবটি উত্থাপিত করা হয়। মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাকিস্তানি মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবটি গৃহীত হবে। প্রস্তাবের এজেন্ডাটিতে লেখা ছিল, “এফ – ৯ পার্ক, ইসলামাবাদের অবিচ্ছিন্ন জমির জন্য ঘরোয়া এবং আন্তর্জাতিক ইজারা পরিকল্পনা জারি করা হল”।

প্রস্তাবটিকে সাফল্যমণ্ডিত করতে মূলধন উন্নয়ন কর্তৃপক্ষ NOC (আপত্তি না থকার শংসাপত্র) আগেই জারি করেছে। পাকিস্তানি সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে ওপ ইণ্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, পাকিস্তান প্রথমবারের জন্য ঋণ পেতে তার সম্পদ বন্ধক করার চেষ্টা করেনি। পূর্ববর্তী সরকারগুলিও রাস্তাঘাট, ভবন ও প্রতিষ্ঠানগুলিকে বন্ধক রেখেছে এবং জাতীয় ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই বন্ড জারি করার মাধ্যমে ঋণ সংগ্রহও করেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) বোয়িং-৭৭ সহ দুটি উড়োজাহাজ ২০১৫ সালে ভিয়েতনামের একটি সংস্থার কাছ থেকে লিজ নিয়েছিল। তবে তারা ভিয়েতনামী সংস্থাটিকে পাওনা অর্থ ফেরত দিতে ব্যর্থ হয়েছিল। খবরে বলা হয়েছে, যাত্রীরা বিমানটিতে চড়ার পরেও কর্তৃপক্ষ বিমানটির দখল নেয়। আটক হওয়ার কারণে বিমানটির ১৮ জন সদস্য কর্মীরাও কুয়ালালামপুরে আটকা পড়েছিলেন এবং প্রোটোকল অনুসারে এখন ১৪ দিনের জন্য পৃথক অবস্থায় থাকবে। এর আগে সৌদি আরবের থেকে নেওয়া ৩ বিলিয়ন ডলারের ঋণ শোধ করতে পাকিস্তান আবারও চীনের থেকে ঋণ নিয়েছিল।