অবৈধ সম্পত্তি দখল! জামাইয়ের কারণে মুখ পুড়লো গান্ধী পরিবারের

0
570

বঙ্গদেশ ডেস্ক:- কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরাকে ঘিরে শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বেনামী সম্পত্তি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি রাজস্থানের হাই কোর্টে বঢরার বিরুদ্ধে এফ‌আইয়ার দাখিল করেছে। এই মামলায় রাজস্থান হাইকোর্ট শুনানির সিদ্ধান্ত নিয়েছে।

ইডি রাজস্থান হাইকোর্টে আবেদন করেছে যে, রবার্ট বঢরাকে তাঁরা গ্রেফতার করে বিশদে জিজ্ঞাসাবাদ করতে চায়। ইডির আর্জি শোনার পর সোমবার হাইকোর্টের বিচারক পি এস ভাটির বেঞ্চ শুনানির দিন ধার্য করবে। এর আগে রবার্ট বঢরাকে সন্দেহজনক মনে করে আয়কর দফতরের টিম জিজ্ঞাসাবাদ করেছিল। এই জিজ্ঞাসাবাদ অবশ্য বেনামী সম্পতির মামলার জন্য করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের জন্য আয়কর দফতরের দল দিল্লী সুখদেব বিহারের রবার্ট বঢরার বাড়িতে হাজির হয়ে তাঁর বয়ান রেকর্ড করেছিল। এর আগে ২০১৯ এর ফেব্রুয়ারি মাসে বাঢরাকে ইডি আর ইনকাম ট্যাক্সের বিভাগের আধিকারিকরা দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ চালিয়েছিল।

লন্ডনে ১৯ লক্ষ পাউন্ডের সম্পত্তি বিষয়ক আর্থিক তছরুপ মামলায় আয়কর দফতরের টিম ২০১৯ এ বঢরাকে দীর্ঘ সময় ধরে জেরা করেছিল। তদন্তকারী সংস্থা দিল্লীর একটি আদালতে জানায় যে, তাঁরা লন্ডনে বঢরার আরও বেশ কয়েকটি নতুন সম্পত্তির হদিশ পেয়েছে।

নতুন সম্পত্তির মধ্যে ৫০ আর ৪০ লক্ষ পাউন্ডের দুটি বাড়ি তথা অন্য সম্পত্তি যুক্ত আছে। যদিও রবার্ট বঢরা অবৈধ বিদেশী সম্পত্তি থাকার কথা ঝেড়ে ফেলেছেন। তিনি পাল্টা অভিযোগ করে বলেছেন যে, রাজনৈতিক কারণে ওনাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।