Monday, May 20, 2024
spot_img
Homeদেশ'মাইণ্ড ট্রী' এর প্রতিষ্ঠাতা সুব্রত বাগচী ক্যান্সার চিকিৎসায় ৩৪০ কোটি দান করলেন

‘মাইণ্ড ট্রী’ এর প্রতিষ্ঠাতা সুব্রত বাগচী ক্যান্সার চিকিৎসায় ৩৪০ কোটি দান করলেন

বঙ্গদেশ ডেস্ক – ‘মাইন্ড ট্রী’-এর সহপ্রতিষ্ঠাতা শ্রী সুব্রত বাগচি এবং তাঁর স্ত্রী সুস্মিতা, ভুবনেশ্বরে একটি ‘প্যালিয়েটিভ কেয়ার ইউনিট’ এবং একটি বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্র নির্মাণের জন্য ৩৪০ কোটি সহায়তা দেবার প্রতিশ্রুতি দিয়েছেন।

এই প্রচেষ্টার মাধ্যমে শ্রী বাগচী উড়িশ্যাকে একটি শীর্ষস্থানীয় ক্যান্সার গবেষণা ও চিকিৎসা কেন্দ্রে রূপান্তরিত করার আশা করছেন।

‘ওড়িশা টিভি’র একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নবীন পট্টনায়েকের নেতৃত্বাধীন ওড়িশা সরকার প্রকল্পগুলিকে ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে। শ্রী বাগচী, ‘শ্রীশঙ্করা ক্যান্সার হাসপাতাল ও গবেষণা ইনস্টিটিউট’ এবং ‘ইনফোসিটি-এল’ -এর বাগচী-করুণাশ্রয় প্যালিটিভ কেয়ার সেন্টারের জন্য ২০ একর জমির ব্যবস্থা করে দেবেন ভুবনেশ্বরে।

ক্যান্সার হাসপাতালের জন্য বাগচী ও তার স্ত্রীর তরফ থেকে ২১০ কোটি টাকা দানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং ২০২৪ সালের মধ্যে এখানে ২৫০ বিছানা বিশিষ্ট একটি হাসপাতাল প্রতিষ্ঠিত হবে। এখানকার ২৫ শতাংশ শয্যা বিনামূল্যে চিকিৎসার জন্য আলাদা করা থাকবে এবং আরও ২৫ শতাংশ অন্যান্য সরকারী প্রকল্পের আওতায় চিকিৎসার জন্য ব্যবহার করার পরিকল্পনা রয়েছে বলে স্বরাজ্য তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে।

এই ক্যান্সার হাসপাতালটি বিভিন্ন কেসগুলির প্রমাণ ভিত্তিক চিকিৎসা করবে এবং উন্নত মানের পরিষেবা প্রদান করবে।

প্যালিয়েটিভ কেয়ার সেন্টারের মোট ১০০ টি শয্যাই বিনামূল্যে চিকিৎসার জন্য ব্যবহার করা হবে। ‘করুণাশ্রয় হসপাইস ট্রাস্ট’ দ্বারা প্রতিষ্ঠিত এই হাসপাতালে স্থানীয় চিকিৎসক এবং অন্যান্য মেডিক্যাল সহায়তা প্রদানকারী কর্মীরা যাতে রোগীদের যথাযথ সেবা প্রদান করতে পারে, সেই প্রশিক্ষণও দেওয়া হবে।

বঙ্গদেশ বারবার চেষ্টা করছে মেইনস্ট্রিম মিডিয়াতে না আসা খবরগুলো আপনাদের সামনে আনার। আমরা আপনাদের খবর করি, আপনাদের কথা লিখি। আমাদের এই প্রচেষ্টা ভালো লেগে থাকলে ১০ থেকে ১০,০০০ যে কোন মূল্যের ডোনেশন দিয়ে বঙ্গদেশের পাশে দাঁড়াতে পারেন। আমাদের আরও ভালো কাজ করার জন্য উৎসাহ দিতে পারেন। ধন্যবাদ।

Most Popular