লখনউতে ১০ বছর বয়সী স্ত্রীকে তিন তালাক দিল স্বামী

0
562

বঙ্গদেশ ডেস্ক: দেশে বাল্য বিবাহ এবং তিন-তালাক দুটিই নিষিদ্ধ। এদেশে বিয়ের জন্য নুন্যতম ১৮বছর বয়স হতে হয় মেয়েদের। কিন্তু এত নিয়ম কানুন থেকে গেছে কাগজে-কলমেই। তবে বাস্তবে নাগরিকদের একাংশ এখনো মেনে চলতে চাইছেনা এই আইনগুলি। এখনো সম্পূর্ণভাবে রোখা যাচ্ছেনা বাল্যবিবাহ, তিন-তালাকের মত কুপ্রথাগুলি৷

দেশে তিন-তালাক বিরোধী আইন থাকা সত্ত্বেও যে তিন-তালাক প্রথা সম্পূর্ণরূপে বন্ধ হয়নি তার আরো একবার প্রমাণ মিলল উত্তরপ্রদেশের মুজফফর নগরে। সম্প্রতি ১০ বছরের এক বালিকা-বধু কে তিন-তালাক দিল তার স্বামী।

এই ঘটনার পাশাপাশি উঠে এসেছে আরো একটি চাঞ্চল্যকর তথ্য। বিয়ের আগে ১০ বছরের ওই বালিকা-কে ধর্ষণ করেছিল তার দিদির দেওর। চলতি বছরের ১৬ ই ফেব্রুয়ারী সেই ধর্ষকের সঙ্গেই বিয়ে দেওয়া হয় তার। গত ৪ আগস্ট মেয়েটিকে নিজের বাপের বাড়িতে রেখে যায় তার স্বামী। স্ত্রীর সঙ্গে বিবাহ-বিচ্ছেদও করে ফেলে। এরপরেই ৬ আগস্ট চাইল্ড কেয়ার হেল্পলাইনে ফোন করে সাহায্য প্রার্থনা করে মেয়েটির পরিবার।

ফোনে সব শোনার পর রীতিমত আঁতকে ওঠেন চাইল্ড কেয়ারের প্রতিনিধিরা৷ কাউন্সেলিং করা হয় মেয়েটির। বর্তমানে চাইল্ড কেয়ারের তরফ থেকে বুধানা থানায় অভিযোগ জানানো হয়েছে। ঘটনার তদন্তপ্রক্রিয়া শুরু করেছে স্থানীয় পুলিশ৷