শাকিবের ৪ বছর বয়সী মেয়ের ছবিতে কুরুচিপূর্ণ মন্তব্য, চিহ্নিত ছয়জন

0
844

বঙ্গদেশ ডেস্ক: সম্প্রতি বাংলাদেশি অলরাউন্ডার শাকিব-আল-হাসান ফেসবুকে তার চার বছর বয়সী কন্যা আলাইনার একটি ছবি পোস্ট করেছিলেন। তাতেই কুরুচিকর মন্তব্য করেন কয়েকজন ফেসবুক ব্যবহারকারী। সেই কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য এদিন ছ’জন ফেসবুক ব্যবহারকারীকে চিহ্নিত করল ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সাইবার ক্রাইম বিভাগের তরফ থেকে জানানো হয়েছে যে অভিযুক্তদের খোঁজ এখনো চলছে৷

ক্রিকেটার শাকিব আল হাসানের চার বছরের ছোট্ট মেয়ে সূর্য্যমুখী ফুলের খেতে দাঁড়িয়েছিলেন। তার মাথায় ছিল একটি ফুল। এমন ছবি দেখেই নানা তির্যক মন্তব্য করতে শুরু করেন কয়েকজন৷ যৌনগন্ধী মন্তব্যও আসতে শুরু করে। পরে বাধ্য হয়ে সেই ছবি ডিলিট করে দেন শাকিব ও তার স্ত্রী উষ্মে আহমেদ শিশির।

বাংলাদেশী সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, শাকিব লিখিতভাবে অভিযোগ না করলেও মৌখিকভাবে অভি্যোগ জানিয়েছেন৷ সেই অভিযোগের ভিত্তিতেই মোট ছ জনকে চিহ্নিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

এই বিষয়ে শুক্রবার সাইবার ক্রাইম বিভাগ একটি ফেসবুক পোস্টও করেছে। পোস্টে লেখা রয়েছে, ‘বাংলাদেশের গর্ব শাকিব আল হাসানের শিশু সদস্যকে নিয়ে বিকৃত মানসিকতা সম্পন্ন কিছু লোক সোশ্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এটি শাস্তিযোগ্য অপরাধ৷ এই বিষয়টি আমাদের নজরে এসেছে এবং অপরাধীদের শীঘ্রই শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলকে শিষ্টাচার মানতে অনুরোধ করা হচ্ছে।’