প্রতিরক্ষাঃ হ্যাল ও DRDO-র যৌথ প্রচেষ্টায় অ্যান্টি এয়ারফিল্ড অস্ত্রের সফল পরীক্ষণ

0
559

বঙ্গদেশ ডেস্ক– আরও এক নতুন মাইলফলক স্পর্শ করল ডিআরডিও। গত বৃহস্পতিবার ২১ শে জানুয়ারি ওড়িশা উপকূলে হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেডের (এইচএল) Hawk – i বিমান থেকে দেশীয়ভাবে বিকাশিত স্মার্ট অ্যান্টি-এয়ারফিল্ড অস্ত্র (এসএএডাব্লু)-এর সফলভাবে উৎক্ষেপণ করে বলে প্রতিরক্ষা মন্ত্রক শুক্রবার ২২ জানুয়ারি এক বিবৃতিতে জানিয়েছে। পরীক্ষাটি ছিল এখনও পর্যন্ত ডিআরডিও দ্বারা পরিচালিত SAAW -এর নবম সফল মিশন, স্বরাজ্য তাদের রিপোর্টে এই কথা উল্লেখ করেছে।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে, লঞ্চটি মিশনের সমস্ত লক্ষ্য পূরণ করেছে। মিশনের সমস্ত ইভেন্টগুলি বালামোরের অন্তর্বর্তী টেস্ট রেঞ্জ (আইটিআর) এ ইনস্টল করা টেলিমেট্রি এবং ট্র্যাকিং সিস্টেম দ্বারা সংরক্ষণ করা হয়েছিল। এগুলি সম্পর্কে বিশ্লেষণ করে ভবিষ্যতে আরও নিখুঁত করা হবে সিস্টেমগুলিকে।

SAAW দেশীয়ভাবে ডিআরডিও’র গবেষণা কেন্দ্র ইমারত (Research Centre Imarat – আরসিআই, হায়দ্রাবাদ) দ্বারা ডিজাইন ও বিকশিত করা হয়েছে। ১২৫ কেজি ওজনের এই স্মার্ট অস্ত্রটি ১০০ কিলোমিটার অবধি রাডার, বাঙ্কার, ট্যাক্সি ট্র্যাক এবং রানওয়ে ইত্যাদির মতো শত্রু এয়ারফিল্ড স্থিত সম্পদগুলিতে ধ্বংস করতে সক্ষম হবে।

এই একই শ্রেণীর অন্যান্য অস্ত্র ব্যবস্থার তুলনায় হাই এক্যুরেসির এই গাইডেড বোমাটি ওজনে অনেক হালকা। এই অস্ত্রটিকে এর আগে জাগুয়ার বিমান থেকে সফলভাবে পরীক্ষা করা হয়েছিল। সফল পরীক্ষার সাথে জড়িত দলগুলিকে অভিনন্দন জানিয়েছেন সেক্রেটারি ডিডিআর ও ডি এবং ডিআরডিও-র চেয়ারম্যান, ডাঃ জি সত্যেশ রেড্ডি।