গ্রেফতারি এড়াতে ‘নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা’, ডানলপ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইন্সটিটিউটের অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়ের

0
1932

বঙ্গদেশ ডেস্ক: কয়েকমাস আগে অহম রাজা ছাওলাং সিউকাফাকে ‘চীনা অনুপ্রবেশকারী’ বলে বিপুল সংখ্যক অসমীয়া মানুষের ভাবাবেগে আঘাত দিয়েছিলেন বাংলাপক্ষের গর্গ চট্টোপাধ্যায় । এরপর গর্গকে গ্রেফতারের নির্দেশ দেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। গত জুন মাসের ১৯ তারিখ নাগাদ গর্গকে গ্রেফতার করতে কলকাতায় আসে অসম পুলিশের দল৷ তখন থেকেই গাঢাকা দিয়ে রয়েছেন গর্গ।

গাঢাকা দেওয়া অবস্থা থেকেই এদিন ক্ষমা চাইলেন বাংলাপক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়। একইসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের কাছে দুঃখপ্রকাশও করেন তিনি৷টুইটারে ক্ষমাপ্রার্থণার ভিডিও পোস্ট করে তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় আমার আগের পোস্টটির জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের মাধ্যমে অহম সম্প্রদায় সহ অসমের সকল মানুষের কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাইছি।’

টুইটটির সঙ্গে তিনি ৪ মিনিট ২৩ সেকেন্ডের একটি ভিডিওবার্তাও জুড়ে দিয়েছেন তিনি। গর্গ সেখানে ইংরেজিতে তার বাবার ক্যানসার ধরা পড়ার কথা জানিয়েছেন। মায়ের শারীরিক অবস্থাও যে ভাল নয়, তাও জানিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে অসমবাসীর কাছে তিনি ক্ষমাপ্রার্থনা করেছেন৷ গর্গ বলেছেন, ‘ পবিত্র ভাদ্রমাসে আমি
বৃহত্তর অসমিয়া সভ্যতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে ক্ষমা চাইছি। এটি আমাদের বৈচিত্রপূর্ণ মহান ভারতীয় সভ্যতার অঙ্গ।’

প্রসঙ্গত দু-মাস আগেই অসমের মুখ্যমন্ত্রী গর্গকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছিলেন। এদিন তিনি অবশেষে ক্ষমা চান। ১৭ ই জুন প্রথম অহম রাজা ছাওলাং সিউকাফাকে চীনা অনুপ্রবেশকারী বলার পরে অসমের বিভিন্ন প্রান্তে অভিযোগ দায়ের করা হয়েছিল। এই অভিযোগ গুলির সাপেক্ষে অসম পুলিশের একটি দল কলকাতায় এলেও তাদেরকে সহযোগিতা করেনি কলকাতা পুলিশ। খালি হাতেই ফিরতে হয়েছে তাদেরকে। এরপরে গুয়াহাটির একটি আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে গর্গকে গ্রেফতারের জন্য কলকাতা পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছিল।