আরও ৫০ বছর কংগ্রেসকে বিরোধী থাকবে, কটাক্ষ দলের নেতার

0
427

বঙ্গদেশ ডেস্ক: বিদ্রোহ কমার বদলে কংগ্রেসে তা আরও বৃদ্ধি পাওয়ার আভাস পাওয়া যাচ্ছে৷ নির্বাচনের মাধ্যমে দলের সভাপতি ঠিক করা বা ওয়ার্কিং কমিটিতে কারা থাকবেন, তা নির্ধারণ করার দাবি থেকে পিছু হটছেন না বিদ্রোহীরা৷

সেই ইঙ্গিত রোজই কোনও না কোনও নেতা দিচ্ছেন৷ যেমন দিলেন গুলাম নবি আজাদ৷ কাশ্মীরি এই কংগ্রেস নেতা আবার রাজ্যসভায় বিরোধী দলনেতা৷ তিনি বলেছেন যে যা পরিস্থিতি, তাতে নির্বাচনের মাধ্যমে সভাপতি নির্ধারণ করতে না পারলে আগামী ৫০ বছর কংগ্রেসকে বিরোধী আসনে বসতে হবে৷

সম্প্রতি কংগ্রেসের এই বিদ্রোহ মাথাচাড়া দিয়েছে৷ দলের ২৩ জন নেতা কংগ্রেসের কার্যনির্বাহী সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি দেন৷ নির্বাচেনর মাধ্যমে স্থায়ী সভাপতি নির্ধারণ ও ওয়ার্কিং কমিটির সদস্য বাছাইয়েও ভোট করার দাবি জানান৷

কিন্তু ওয়ার্কিং কমিটির বৈঠকে তা নিয়ে কোনও আলোচনা হয়নি৷ বরং আগামী ছয় মাসের জন্য সোনিয়াই কার্যনির্বাহী হিসেবে থেকে যাচ্ছেন৷ উল্টে বিদ্রোহীদের চাপে ফেলতে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব একাধিক পদক্ষেপও ইতিমধ্যে করে ফেলেছেন৷

কিন্তু তাতেও যে বিদ্রোহে ইতি টানার কোনও সম্ভাবনা নেই, তা গুলাম নবি আজাদের সর্বশেষ বক্তব্যে পরিষ্কার৷ এর আগে তিনি জানিয়েছিলেন যে পদ হারানোর ভয়েই কংগ্রেসে নির্বাচন করতে ভয় পাচ্ছেন অনেকে৷

এখানেই না থেমে তিনি ঘুরিয়ে সোনিয়া-রাহুলের দিকেই তোপ দেগেছেন৷ তাঁর বক্তব্য, নির্বাচন হলে যিনি জিতবেন, তাঁর দিকে সংখ্যাগরিষ্ঠের সমর্থন থাকবে৷ কিন্তু এখন যিনি দলের দায়িত্বে তাঁর পক্ষে হয়তো এক শতাংশেরও সমর্থন নেই৷