পুলওয়ামায় সেনা জঙ্গি গুলির লড়াই, নিহত তিন সন্ত্রাসবাদী

0
537

বঙ্গদেশ ডেস্ক: জম্মু ও কাশ্মীরে সেনা জঙ্গি গুলির লড়াই৷ শনিবার সকালে ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায়৷ সেখানে সেনার গুলিতে নিহত হয়েছে তিনজন সন্ত্রাসবাদী৷ তবে গুলির লড়াইয়ে এক সেনা জওয়ানা শহিদ হয়েছেন৷

সেনার মুখপাত্র কর্ণেল রাজেশ কালিয়া জানিয়েছেন যে নিহত জঙ্গিদের কাছ থেকে একটি একে ৪৭ রাইফেল ও দুইটি পিস্তল উদ্ধার হয়েছে৷ যৌথ অভিযান চলছে৷ জম্মু ও কাশ্মীরের পুলিশের তরফে জানা গিয়েছে যে শুক্রবার গভীর রাতে যৌথ অভিযান শুরু হয় পুলওয়ামার জাদোরা এলাকায়৷

সেখানে রাত ১টা নাগাদ আচমকাই সেনাকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে জঙ্গিরা৷ পাল্টা গুলি চালায় সেনা৷ শুরু হয় গুলির লড়াই৷ সেই গুলির লড়াইয়েই তিনজন জঙ্গি নিহত হয়৷ উদ্ধার হয় অস্ত্র৷ তবে তাদের পরিচয় জানা যায়নি৷ আরও কেউ ওই এলাকায় লুকিয়ে রয়েছে কি না, তার জন্যই এখনও তল্লাশি অভিযান চলছে বলে খবর৷

তবে জম্মু ও কাশ্মীরে সেনার সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই কোনও নতুন ঘটনা নয়৷ প্রায়ই এই ধরনের ঘটনা ঘটে৷ শুক্রবারও এই ধরনের ঘটনা ঘটেছিল৷ ওই ঘটনা ঘটে সোপিয়ানে৷ সেখানে তিন জঙ্গি সেনার গুলিতে নিহত হয়৷

বৃহস্পতিবারও তিনজন জঙ্গি সেনার গুলিতে নিহত হয়৷ একজনকে জীবিত ধরাও হয়েছে৷ ফলে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত সব মিলিয়ে নয় জন জঙ্গিকে নিকেশ করতে সমর্থ হল ভারতীয় সেনা এবং জম্মু ও কাশ্মীর পুলিশ৷