সলমন খানের বিয়িং হিউম্যান আসলে অর্থ পাচার করার কৌশল: অভিনব কাশ্যপ

0
564

বঙ্গদেশ ডেস্ক: সলমন খান কেরিয়ার নস্ট করেছে অভিযোগের পর নতুন বোমা ফাটালেন চলচ্চিত্র পরিচালক অভিনব কাশ্যপ। তাঁর অভিযোগ, সলমন খান ‘বিয়িং হিউম্যান’ প্রকল্পের আড়ালে অর্থ পাচার করেন এবং এই প্রকল্প আদপে জালিয়াতি ছাড়া কিচ্ছু নয়।

পরিচালক অনুরাগ কাশ্যপের ভাই অভিনব ভারত সরকারকে অনুরোধ করেছেন এ বিষয়ে তদন্ত করার জন্য। এবং সেই তদন্তে তিনি নিজেও সর্বোতোভাবে সহযোগিতা করবেন এ কথা জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়া পোস্টে অভিনব লিখেছেন সিনেমার সেটে সলমন খান পাঁচটি সাইকেল দান করলে পরদিন সংবাদপত্রে ছাপা হয় সলমন খান ৫০০ টি সাইকেল দান করেছেন। এ সবই হয়েছে তার চোখের সামনে। তিনি শুক্রবার সন্ধ্যেতে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে আরো লিখেছেন, ‘বর্তমানে ৫০০ টাকার জিন্স ৫০০০ টাকায় বিক্রি করে ‘বিয়িং হিউম্যান’, এটা কী রকমের দানশীলতা?’

তাঁর মতে, সলমন খান এসব দান করেন নিজের গুন্ডা মনোভাব ঢাকার জন্য। যাতে লোকজন তার পক্ষে থাকে। আর এসব করেই ‘হিট অ্যান্ড রান ‘ মামলা থেকে ‘কৃষ্ণসার হরিন’ মামলায় কোর্ট কে প্রভাবিত করেছেন।

বিয়িং হিউম্যান নামের পেছনে কোটি কোটি টাকার বে-আইনি অর্থ আছে বলেও দাবী করেছেন অভিনব।