আলিগড়ে ১০ খুদে সৈনিককে থামালো পুলিশ

0
580

বঙ্গদেশ ডেস্ক: ওরা সংখ্যায় দশজন, সবারই বয়স ৭ থেকে ১০ বছরের মধ্যে। আলিগড়ের থানা গভানার রাস্তায় ওরা ছুটে যাচ্ছিল একসঙ্গে। স্বাভাবিকভাবেই কারণ জিজ্ঞেস করে ওদেরকে থামান কর্মরত পুলিশ অফিসারেরা। কারণ জিজ্ঞেস করতেই চক্ষু চড়কগাছ পুলিশের। উত্তরে খুদেরা জানায়, চীনের বিরুদ্ধে ভারতের ২০ জন শহীদের হয়ে প্রতিশোধ নিতে যাচ্ছে তারা।

রাস্তায় ওইভাবে দশজন শিশুকে দৌড়োতে দেখেই সন্দেহ হয়েছিল থানা গভানা পুলিশ স্টেশনের কর্মরত পুলিশদের। শিশুদের দৌড়োতে দেখে থামিয়ে কারণ জিজ্ঞেস করেন তাঁরা। স্পষ্ট উত্তর আসে, ‘চীনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে যাচ্ছি। ওরা আমাদের ২০ জন জওয়ানকে মেরে ফেলেছে।’ এরপরে কর্মরত পুলিশ অফিসাররা শিশুদেরকে বোঝান যে যতক্ষণ ওঁরা বেঁচে রয়েছেন, ওদেরকে লড়তে হবেনা। ওরা যেন বাড়ি যায় এবং বাড়িতে পড়াশোনায় মন দেয়।

১৫ই জুন পূর্ব লাদাখে ভারত-চীন সংঘর্ষের ঘটনায় গোটা ভারত ফুঁসছে। ২০ জন জওয়ানের আত্মাহুতি বৃথা যাবেনা বলে গোটা দেশকে আশ্বস্ত করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লাদাখে সেনামৃত্যুর রেশ এসে পড়েছে ওই খুদেদের মনেও।