ভারতে আয়োজিত শিবির থেকে ধোনির দলে করোনা!

0
482

বঙ্গদেশ ডেস্ক: চেন্নাই সুপার কিংস আইপিএলের একমাত্র দল, যারা ভারতে অনুশীলন শিবির আয়োজন করেছিল৷ দলের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফেরা ওই শিবিরে অংশ নেন৷ তার পর সেখান থেকে উড়ে যান দুবাইয়ের উদ্দেশ্যে৷

আর সেখানে গিয়ে এখন দলের একাধিক সদস্য করোনা আক্রান্ত হয়ে পড়েছেন৷ ফলে প্রশ্ন উঠছে, চেন্নাইয়ের ওই শিবির ঘিরে৷ বিসিসিআইয়ের একটি অংশ ওই শিবিরকেই করোনা ছড়ানোর জন্য দায়ী করছে৷ ওই অংশের দাবি, ভারতে কোনও শিবির আয়োজন না করার জন্যই চেন্নাইকে পরামর্শ দেওয়া হয়েছিল৷

যদিও সিএসকে এই অভিযোগ মানতে নারাজ৷ সিএসকের একটি সূত্র থেকে জানা গিয়েছে যে, আক্রান্তরা সকলেই উপসর্গহীন৷ ফলে আগে থেকে বোঝা সম্ভব নয়৷ আর এটা যে কোনও দলের সঙ্গেই হতে পারে৷ তবে এই বিষয়ে এখনও বিসিসিআই বা সিএসকে, কোনও পক্ষের তরফেই প্রকাশ্যে কোনও বিবৃতি দেওয়া হয়নি৷

আইপিএলের নিয়ম অনুযায়ী, উদ্বোধনী ম্যাচে গতবারের ফাইনালিস্টরা অংশগ্রহণ করে৷ সেই হিসেবে এবার উদ্বোধনী ম্যাচে চেন্নাই ও মুম্বইয়ের অংশ নেওয়ার কথা৷ কিন্তু এই পরিস্থিতিতে কী সেই ম্যাচ হওয়া সম্ভব৷ সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে৷

তবে সিএসকে এখনও ম্যাচ পিছনোর জন্য বোর্ডকে কোনও অনুরোধ করেনি৷ বোর্ডের তরফেও তাই ১৯ সেপ্টেম্বর আইপিএল শুরু হবে বলে ধরে নিয়ে এগনো হচ্ছে৷ প্রতিবছর মার্চ থেকে মে মাসের মধ্যে আইপিএল আয়োজন করা হয় ভারতে৷

কিন্তু এবার করোনার জন্য নির্ধারিত সময় আইপিএল আয়োজন করা যায়নি৷ ভারতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এবার আইপিএলের আয়োজক দুবাই৷