রিয়াকে ১০ ঘণ্টা সিবিআই জেরা, লকারে মিলল লক্ষাধিকের গয়না

0
438

বঙ্গদেশ ডেস্ক: এর আগে ইডির জেরার মুখে পড়েছেন৷ এবার সিবিআইয়ের জেরার মুখে পড়তে হল সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে৷ শুক্রবার টানা দশ ঘণ্টা জেরা করা হল তাঁকে৷ বলিউডের তারকা অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তিনিই মূল অভিযুক্ত৷

রিয়ার ভাই শৌভিককেও জেরা করা হয় আলাদা ভাবে৷ তাঁদের কাছ থেকে মূলত সুশান্তের সঙ্গে তাঁদের সম্পর্ক, ব্যবসায়িক বিষয়গুলি নিয়ে জানতে চাওয়া হয়৷ অন্যদিকে সুশান্তর সঙ্গে একই ফ্ল্যাটে যিনি থাকতেন, সেই সিদ্ধার্থ পিঠানীকেও এদিন আলাদা ভাবে জেরা করে সিবিআই৷

চলতি বছরের জুনের ১৪ তারিখ মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ উদ্ধার হয়৷ মুম্বই পুলিশ তদন্ত শুরু করলেও পরে বিহার পুলিশের কাছে সুশান্তের বাবা ছেলেকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করেন৷

তাঁর দায়ের করা অভিযোগে মূল অভিযুক্ত রিয়া ও তাঁর পরিবার৷ সেই অভিযোগের ভিত্তিতেই সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত করছে সিবিআই৷ এর আগে সুশান্তের বাড়িতে যাঁরা কাজ করতেন, তাঁদের জেরা করে সিবিআই৷ রিয়ার ভাই শৌভিককেও আগেই জেরা করা হয়েছিল৷

তবে শুক্রবার প্রথমবার রিয়া সিবিআইয়ের জেরার মুখে পড়লেন৷ সকাল ১১টা নাগাদ তিনি সিবিআইয়ের অফিসে পৌঁছান৷ তার পর সেখান থেকে বের হন রাত ৯টা নাগাদ৷ সুশান্তের বাবা রিয়ার বিরুদ্ধে সুশান্তের টাকা নয়ছয়ের অভিযোগও এনেছিলেন৷

সেই অভিযোগের তদন্ত অনেক আগেই ইডি শুরু করেছে৷ সেই তদন্তে রিয়া, তাঁর ভাই শৌভিক ও বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীকে জেরার মুখে পড়তে হয়েছে৷ শুক্রবার ইডি রিয়ার ব্যাঙ্ক লকার চেক করেন৷ উপস্থিত ছিলেন রিয়ার বাবা ইন্দ্রজিৎ৷ সূত্রের খবর, রিয়ার ব্যাঙ্ক লকার থেকে কয়েক লক্ষ টাকার গয়না পাওয়া গিয়েছে৷