মুখপারি দখল করতে বিফল হলেও নাছোড়বান্দা লাল ফৌজ

0
544

বঙ্গদেশ ডেস্ক: সোমবার গুলি চালানো নিয়ে একপ্রস্ত দোষারোপের পালা ইতিমধ্যেই হয়ে গিয়েছে দুই দেশের মধ্যে। কিন্তু তা সত্ত্বেও যেন উত্তেজনা থামার নাম নেই পূর্ব লাদাখে৷ লাদাখে ভারতের দখলে থাকা মুখপারি চুড়োর মাত্র ২০০ মিটার দূরে অপেক্ষা করছে লালফৌজ। হাতে বল্লম, বর্শা সহ একাধিক অস্ত্র।

ভারতীয় সেনার তরফে জানানো হয় যে চীনা সেনা সোমবার সন্ধ্যেবেলায় শুন্যে গুলি চালিয়েছিল। মুখপারি চুড়ো দখলের জন্য অভিযান করেছিল কিন্তু বিফল হয়েছে। তাদেরকে রুখে দেয় ভারতীয় সেনা।

তবে তাদেরকে রুখে দেওয়া হলেও ৪০-৫০ জন চীনা সেনা এখনো মুখপারি চুড়ো থেকে ২০০ মিটার দুরে ওঁত পেতে বসে রয়েছে। জানা গেছে এই সৈনিকরাই সেদিন গুলি চালিয়েছিল। সোমবার ব্যর্থ হওয়ার পরেও ফেরেনি। হাঁসদা, বল্লম ইত্যাদি নিয়ে এখনও সঠিক সুযোগ খুঁজছে তারা৷