বাংলাদেশে শতাব্দীপ্রাচীন শিব মন্দিরে ‘আক্রমণ’ মুসলিমদের, ভাইরাল ভিডিও

0
814

ঢাকা: ফের বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নেমে এল মুসলিমদের আক্রোশ৷ এবার হিন্দু মন্দিরকে নিশানা করে সেখানে রীতিমত হামলা চালায় একদল মুসলিম যুবক৷ উপড়ে দেওয়া হয় মন্দিরের বাঁশের বেড়া৷ নষ্ট করা মন্দিরের সম্পত্তি৷ গোটা ঘটনার ফুটেজ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ মন্দিরে উপর হামলার ঘটনায় রীতিমত ফুঁসছেন স্থানীয় হিন্দুরা৷ বাংলাদেশ সরকার ও স্থানীয় প্রশাসনের কাছে আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা৷

ঘটনাটি ঘটেছে বরিশালের পিরোজপুর জেলার এক গ্রামে৷ ওই গ্রামেই রয়েছে ২০০ বছরের পুরনো শিব মন্দির৷ গ্রামবাসীরা জানিয়েছেন, ওই জমির মালিক দৃপেন মজুমদার৷ তিনি হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ইউনিটি কাউন্সিলেরও সহ-সভাপতি৷ সম্প্রতি ওই মন্দিরের জমির দিকে নজর পড়েছে স্থানীয় মুসলিম জমি মাফিয়াদের৷ তারা ওই জমি দখল করতে চায়৷ সেই কারণে সোমবার হঠাৎ কিছু দুষ্কৃতী পাঠিয়ে মন্দিরে হামলা চালানো হয়৷ হামলাকারীরা সকলেই মুসলিম৷ তারা মন্দিরের জমির চারপাশে লাগানো বাঁশের বেড়া ভেঙে দেয়৷ সেই সঙ্গে মন্দিরের জমিও নষ্ট করার চেষ্টা করে৷ দৃপেন বাবু বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে শাঁসানো হয় বলে অভিযোগ৷

হামলাকারীরা যখন একাজে ব্যস্ত ছিল, তখন তাদের কুকীর্তির ভিডিও বানিয়ে রাখেন এলাকার হিন্দুরা৷ সেই ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে৷ হিন্দুরা জানিয়েছেন, তাঁরা বহু দশক ধরে এখানে রয়েছেন৷ কিন্তু এখন জমি মাফিয়ারা সক্রিয় হয়ে উঠেছে৷ ওরা হিন্দুদের সম্পত্তি দখল করতে চায়৷ এই হচ্ছে বাংলাদেশে হিন্দুদের অবস্থা৷ কিন্তু এখন তাঁদের বক্তব্য, ‘‘এই ভাবে কতদিন চলবে? অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ গড়ে তুলতে হবে৷ এখনও সময় আছে৷’’