খেলনা শিল্পে বিশ্বসেরা হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

0
660

বঙ্গদেশ ডেস্ক: লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা আগ্রাসনের জবাব সব স্তর থেকেই দিতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ আর সেই কারণেই এবার চিনের খেলনার বাজারও যাতে ভারত দখল করে নিতে পারে, তার পরিকল্পনা করে ফেলেছেন প্রধানমন্ত্রী৷

তাই ভারতবাসীকে খেলা শিল্পে আরও বেশি করে যোগদানের জন্য উৎসাহ দিয়েছেন তিনি৷ রবিবার মন কি বাতের অনুষ্ঠান থেকে তিনি এই বিষয়ে ভারতবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন৷ তিনি জানান, সারা বিশ্বের কাছে ভারত খেলনা উৎপাদনের মূল স্থল হয়ে উঠতে পারে৷

সেই দক্ষতা ভারতের আছে৷ এর জন্য স্টার্ট আপ সংস্থাগুলিকে এগিয়ে আসতে হবে৷ লোকাল খেলনার জন্য ওই সংস্থাগুলিকেই ভোকাল হওয়ার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদীর অন্যতম বড় চমক ছিল মন কি বাত৷

প্রতিমাসের শেষ রবিবার রেডিওর মাধ্যমে প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে তাঁর বার্তা পৌঁছে দেন৷ নানা বিষয়ে কথা বলেন৷ তাই প্রধানমন্ত্রী কী বার্তা দেন, প্রতি মাসের শেষ রবিবার উদগ্রীব হয়ে অপেক্ষা করেন ভারতবাসী৷ এই রবিবারও তার ব্যতিক্রম হয়নি৷

আর প্রধানমন্ত্রী খেলনা শিল্পে উন্নতির বার্তা দিলেন৷ মোদীর কথায়, সারা বিশ্বের খেলনা শিল্পের পরিমাণ সাত লক্ষ কোটি টাকার বেশি৷ সেখানে ভারতের স্থান নগণ্য৷ এবার সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ভারতকে টয় হাব হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে৷

প্রসঙ্গত, খেলনা শিল্পে বিশ্বজুড়ে চিনের দাপট সবচেয়ে বেশি৷ আর এই বাজার ধরতে পারলে চিনকে কোণঠাসা করা যাবে৷ সেক্ষেত্রে আরও একবার কূটনৈতিক জয় পাবে ভারত৷ সেই কারণেই খেলনা শিল্পে ভারতবাসীকে জোর দেওয়ার কথা মোদী বলছেন বলেই কূটনৈতিক বিশেষজ্ঞদের মত৷