বছরের প্রথম দিনেই জাতিসংঘের সুরক্ষা পরিষদে অস্থায়ী সদস্য হিসাবে স্থানলাভ ভারতের

0
604

বঙ্গদেশ ডেস্ক:- সুরক্ষা কাউন্সিলে সহযোগিতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ভারত দাবি করেছে যে অস্থায়ী সদস্যর মেয়াদকালে ভারত মানবাধিকার এবং বিকাশের মূল্যবোধ নিয়ে প্রচার করবে। জাতিসংঘে ভারতীয় প্রতিনিধি টিএস তিরুমূর্তি জানিয়েছেন, ভারতের ভূমিকা বহুপাক্ষিকতার পক্ষে থাকবে।

বিশেষভাবে উল্লেখ্য, ভারত আজ ১ জানুয়ারি থেকে সংযুক্ত রাষ্ট্রের সুরক্ষা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে যুক্ত হতে চলেছে। UNSC তে পাঁচ স্থায়ী সদস্য আর ১০ জন অস্থায়ী সদস্য থাকে। ভারত এই নিয়ে অষ্টমবার UNSC তে অস্থায়ী সদস্যের লিস্টে জায়গা করে নিল।

তিরুমূর্তি বলেছেন, বিশ্বের সবচেয়ে বড় লোকতান্ত্রিক দেশ হিসেবে আমরা গণতন্ত্র, মানবাধিকার আর উন্নয়নের মূল্যবোধ প্রচার করব। উনি আরও বলেন, ভারতের বার্তাটি হ’ল আমরা কীভাবে সংহত কাঠামোয় বিভিন্নতা প্রচার করতে পারি যা জাতিসংঘে বিভিন্নভাবে প্রতিবিম্বিত করে তোলা যায়।

উনি একথাও বলেন, বিভিন্ন রূপে পরিষদে বৃহৎ বৃহৎ প্রয়োজনীয়তা গুলো দেখবে ভারত। উনি বলেন যে, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াতে কোনোরকম অচলাবস্থার কারণে জরুরি পরিস্থিতিতে যথাযথভাবে মোকাবেলা করতে পারে না এমন জায়গা হওয়া উচিত নয় এটি।