দ্বিতীয় বার বালাকোট হলে ব্যবহৃত হবে গৌতম এর মত স্বদেশী বম্ব

0
699

বঙ্গদেশ ডেস্ক: গৌতম ও গড়ুর গ্লাইড বম্ব ডিআরডিও দ্বারা তৈরী একটি পণ্য, যা একটি স্ট্যান্ডার্ডাইজড মিডিয়াম রেঞ্জের গাইডেড অস্ত্রের মত ব্যবহৃত হবে। এই বোমাটি ভারতীয় বিমানবাহিনীর পক্ষে অত্যন্ত কার্যকর। বালাকোটের সময় ব্যাবহার করা ইসরাইল নির্মিত স্পাইস বোমের দাম অত্যন্ত বেশি এবং এটি মূলত অতি সুরক্ষিত সৈন্য বাংকারের বিরুদ্ধে ব্যাবহার যোগ্য। অন্যদিকে জঙ্গিদের মারার জন্য গৌতম এর মত বম্বগুলো অনেক কম দাম ও প্রচুর ধ্বংসাত্মক হওয়ার কারণে অনেক বেশি গ্রহণযোগ্য। এটিকে লঞ্চ করার সময় যুদ্ধবিমান দূরে থেকেই করতে পারে, বিপদসঙ্কুল অঞ্চলে না গিয়ে। যা যুদ্ধবিমানের বেঁচে থাকার সম্ভাবনা বাড়িয়ে তুলবে কারণ বিমানের ক্ষতির সম্ভাবনা কম থাকবে। এবং লক্ষ্যর উপর সুনির্দিষ্ট আক্রমণ আশেপাশের ক্ষয়ক্ষতিও হ্রাস করতে পারে। বিশিষ্ট মিসাইল বিজ্ঞানী, ড. জি সতিশ রেড্ডি গাইডেড বোমাটির প্রকল্প পরিচালক ছিলেন। পরিচালক, গবেষণা কেন্দ্র ইএমআরএটি (আরসিআই) হিসাবে, তিনি সম্পূর্ণ এভিওনিক্স প্যাকেজ এবং স্বদেশী সাবসিস্টেমগুলির স্থিতির বিকাশের নেতৃত্ব দিয়েছিলেন। 

বোমাটি হায়দ্রাবাদের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার নোডাল ল্যাবরেটরি গবেষণা কেন্দ্র দ্বারা নকশাকৃত হয়েছিল। পুনের অস্ত্র গবেষণা ও উন্নয়ন সংস্থা (এআরডিই) প্রতিষ্ঠানটির সহায়তা নিয়েছিল। ডিজাইনিং দল বিশেষ করে ইন্ডিয়ান এয়ার ফোর্সের জন্য যথাযথ গাইডেড অস্ত্র তৈরির জন্য বোমাটি তৈরি করেছে।

ডিআরডিও আরো দুটো গ্লাইড বোমার নির্মাণ করছে:

গারুথামা – উইংসযুক্ত সংস্করণটির রেঞ্জ ১০০ কিলোমিটার।

গারুদা – উইং ছাড়া সংস্করণটির ব্যাপ্তি ৩০ কিমি এবং ভবিষ্যতে এর রেঞ্জ ১০০ কিলোমিটারে উন্নীত করা হবে। 
এছাড়াও ভারত সুদর্শন বম্ব তৈরি করেছে যার ৫০টি ভারতীয় সেনার কাছে আছে।