নই শুধুই বাঙালি

0
821

গৌতম চন্দ্র

 

বোম্বেতে ভূমিষ্ঠ হল জাতীয় কংগ্রেস,
একজন ইংরেজ জনক তার,
তবু তারা সব বাঙালি
আর তাদের দল বাংলার।

মার্ক্সবাদের জন্ম জার্মানিতে,
কমিউনিস্ট পার্টি রাশিয়ার,
তবু তারা সব বাঙালি
আর তাদের দল বাংলার।

বড় নদীর স্রোত থেকেই
শাখা নদীর জন্ম হয়,
শাখা নদীতে তাই সদা
বড় নদীরই জল বয়।

শাখা নদী অহংকারে মত্ত
কারণ তার বাঙালিত্ব,
বাংলার বাইরে যার
নাই কোন অস্তিত্ব।

বাংলায় জন্মে রবীন্দ্রনাথ
শুধুই বাঙালি নন
বিশ্ব জুড়ে তিনি পান
বিশ্বকবির সম্মান।

বাংলায় জন্মে বিবেকানন্দ
বিশ্ববিবেক জাগ্রতকারী,
তিনি ও কি শুধুই বাঙালি?
না কি বিশ্ববাসীর দিশারী।

ভারতীয় জনতা পার্টির জনক
শ্যামা মাতার প্রসাদ,
আপাদমস্তক বাঙালি তিনি
পশ্চিমবাংলার প্রধান স্থাপক।

তবু বিজেপি বাংলার নয়
বহিরাগতের তকমা,
বিজেপিরা শুধুই বাঙালি নয়
মনে তাঁদের ভারত মা।

ডঃ গৌতম চন্দ্র বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট গবেষক।