বিপিন রাওয়াত ও হিন্দু দেবদেবীদের নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে

0
579

বঙ্গদেশ ডেস্ক : হাতে গোনা কয়েকদিন আগে দেশের প্রথম চীফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত (Bipin Rawat) মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন। হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছেন তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত সহ আরও ১৩ জন। এই ঘটনায় এখনও শোকস্তব্ধ সমগ্র দেশ।

এই দুঃখজনক পরিস্থিতিতে আসমুদ্র হিমাচল যখন গভীর শোকে আচ্ছন্ন, তখন অন্যদিকে কিছু ভদ্রবেশী মানুষ বিপিন রাওয়াতের মৃত্যুতে রীতিমতো সেলিব্রেট করতে শুরু করেছে। গতকালই জাওয়াদ খান নামের এক ২১ বছর বয়সী যুবককে এই কারণে গ্রেফতার করেছে রাজস্থান পুলিশ।

গুজরাটের একটি ন্যাক্কারজনক ঘটনা সামনে এসেছে। গুজরাটের আমরেলির বাসিন্দা শিবভাই রামকে গ্রেফতার করেছে পুলিশ। প্রথমদিকে জানা গিয়েছিল, ফেসবুকে বিপিন রাওয়াতের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার জন্য তাঁকে গ্রেফতার করা হয়েছে কিন্তু পরে জানা গিয়েছে, শুধু এই কারণেই নয়, ওই ব্যক্তির সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টকে কেন্দ্র করে গ্রেফতার করেছে আহমেদাবাদ সাইবার ক্রাইমের পুলিশ।

এসিপি জিতেন্দ্র যাদব এ বিষয়ে জানিয়েছেন, ‘বছর ৪৪-র ওই ব্যক্তি সদ্য মৃত জেনারেল বিপিন রাওয়াতের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন বলেই তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা তার সোশ্যাল মিডিয়ার টাইমলাইন খতিয়ে দেখতে জানতে পারে সে বহু আগে হিন্দু দেবদেবী নিয়ে অপমানজনক পোস্ট করেছিল। পাশাপাশি দেশের সম্মানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশেও কিছু পোস্ট করেছিল। সেই জন্যই তাকে গ্রেফতার করা হয়েছে।