ভূমিপূজনের দিন রাজস্থানে ৫০টি মুসলিম পরিবারের হিন্দুধর্মে ‘ঘর ওয়াপসি’

0
1134

বঙ্গদেশ ডেস্ক: গত ৫ আগস্ট ছিল অযোধ্যায় রামমন্দিরের ভূমিপূজন। দীর্ঘদিন তাঁবুতে থাকার পর এবার নিজের মন্দিরে থাকবেন রামলালা। হিন্দুদের এই আনন্দের দিনেই রাজস্থানের মতিসরা গ্রামের মোট ৫০ টি পরিবারের প্রায় ২৫০ জন মুসলিম ধর্মাবলম্বী মানুষ হিন্দু ধর্মে ধর্মান্তরিত হলেন।

যথাযথভাবে বৈদিক নিয়ম মেনেই তাঁরা মুসলিম থেকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছেন৷ পরিবারগুলির তরফ থেকে জানানো হয়েছে যে তারা বহুবছর ধরেই হিন্দুদের উৎসব পালন করছেন, হিন্দুদের রীতি মেনে জীবন যাপন করছেন। তাই এদিন নিজেদের ইচ্ছাতেই হিন্দু ধর্ম গ্রহণ করেছেন তাঁরা। কোনোভাবেই তাদের ওপর জোর কিংবা প্রভাব খাটানো হয়নি।

এই বিষয়ে তাদের মধ্যে একটি পরিবারের এক সদস্য জানিয়েছেন যে, তাদের পুর্বপুরুষরা হিন্দু ছিলেন এবং মুঘল আক্রমণকারীরা তাদেরকে জোরপূর্বক ইসলাম ধর্মে ধর্মান্তরিত করেছিলেন। এই ইতিহাস জানার পরে তাই আবারও নিজেদের পূর্বপুরুষদের আদি ধর্মই পালন করতে চান তারা।

অন্য পরিবারের আরেকজন সদস্য আবার বলেন যে, ‘আমরা হিন্দু বলে মুসলিমরা আমাদের সঙ্গে ভালোভাবে মেশে না। নিজেদের পরিবার, পূর্বপুরুষের ইতিহাস সম্পর্কে জানার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা হিন্দু ধর্মে ধর্মান্তরিত হব।’

৫০ টি পরিবারের প্রতিটি পরিবারই নিজেদের ইতিহাস সম্পর্কে জানার পরে পুনরায় সনাতন ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। অবশেষে ৫ আগস্ট, যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামমন্দিরের শিলান্যাস করেন, সেদিন তাঁরা সকলে মিলে এক বিরাট যজ্ঞের আয়োজন করেন এবং রীতি মেনে ফের হিন্দুধর্ম গ্রহণ করেন৷