সুযোগসন্ধানী লাল চীন! ভারতের কোভিড পরিস্থিতিতে সীমান্তে নিজেদের শক্তি বাড়াচ্ছে

বঙ্গদেশ ডেস্ক– ‘ইন্ডিয়া টুডে’র সাংবাদিক শিব আরুর জানিয়েছেন, ভারতের ক্রমবর্ধমান কোভিড-১৯ সংকটের মধ্যে চীন পূর্ব লাদাখের সীমান্ত অঞ্চলে চুপচাপ নিজেদের অবস্থান শক্ত করে তুলছে।

আরুরের তরফ থেকে জানা গেছে যে চীন, লাদাখ সীমান্তে সেনার উপস্থিতি হ্রাস করার বিষয়ে আগেই সম্মত হয়েছিল। তবে চীন এখন স্থায়ীভাবে থাকার ব্যবস্থা নিচ্ছে এবং একাধিক ডিপো বানিয়ে তার নিজের অবস্থানকে আরও শক্তিশালী করছে। যদিও উভয় পক্ষের আলোচনা অব্যাহত রয়েছে, তবুও তাদের মধ্যে নিজেদের অবস্থানে অবিচলিত থাকার লক্ষন দেখা যাচ্ছে।

ভারতীয় সামরিক স্থাপনা এবং গোয়েন্দা সূত্রে পাওয়া চিত্রের থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছে যে, চীন পূর্ব লাদাখের নিয়ন্ত্রণ রেখা বরাবর আক্রমণাত্মক অবস্থান নিয়েছে। অদূর ভবিষ্যত সেখান থেকে তাদের সরে যাওয়ার কোনও ইচ্ছাই নেই।

চীনের বিশ্বাসঘাতকতার একটি বিবরণ কিছুদিন আগেই উন্মোচিত হয়েছিল, যখন চীনা প্রধানমন্ত্রী শি জিনপিং ভারতের কোভিড – ১৯ প্রাদুর্ভাব নিয়ে প্রধানমন্ত্রী মোদীর কাছে তাঁর ভাবনা প্রকাশ করেছিলেন। “চীন মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে ভারতীয় পক্ষের সঙ্গে সহযোগিতা জোরদার করতে এবং প্রয়োজনমত সহায়তা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে। আমি বিশ্বাস করি যে ভারত সরকারের নেতৃত্বে ভারতীয় জনগণ অবশ্যই মহামারীর উপর বিজয়ী হবে”, শি জিনপিং বলেছিলেন।

মুখে এই কথা বললেও হাতে আসা প্রমাণগুলির ভিত্তিতে বলা যায়, ভবিষ্যত প্রয়োজনের কথা মাথায় রেখে চীনা সেনাবাহিনী সংঘর্ষের ক্ষেত্রগুলিকে পোক্ত করার জন্য তার অবস্থানকে শক্তিশালী করেছে।