রাতের অন্ধকারে ওড়িশাতে ভাঙচুর হিন্দু মন্দিরে, চুরি জগন্নাথদেবের গয়না

0
671

বঙ্গদেশ ডেস্ক:- ফের এক অমানবিক ঘটনা ঘটে গেল ওড়িশায়। শনিবার ওড়িশার একটি হিন্দু মন্দিরে ভাঙচুর চালিয়েছে একদল দুষ্কৃতী। ভেঙে ফেলা হয়েছে দেবদেবীর মূর্তি। এমনকি প্রভু জগন্নাথের গয়নাও চুরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনাটি ঘটেছে ওড়িশার মুনিগুড়া অঞ্চলের শিব মন্দিরে। এই অঞ্চল অন্ধ্রপ্রদেশ সীমান্তের বেশ কাছাকাছি। সূত্রের খবর, রবিবার সকালে মন্দিরের পুরোহিত পুজো করতে এসে মন্দিরের এই বেহাল অবস্থা দেখেন। তাঁর কথায়, তিনি দেখেন লক্ষ্মীদেবী ও সরস্বতী দেবীর মূর্তি ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে। মনে করা হয়েছে, একাধিকবার আক্রমণ চালানো হয়েছে মন্দিরে। এরপর তিনি মন্দির কর্তৃপক্ষকে খবর দেন।

মন্দির কর্তৃপক্ষের কথায় দেবদেবীর মূর্তি ভাঙার পাশাপাশি চুরি করা হয়েছে প্রভু জগন্নাথের গয়নাগাঁটিও। ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মুনিগুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। মন্দির কর্তৃপক্ষের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও এই ঘটনার তীব্র নিন্দা ও সমালোচনা করেছেন। এই ঘটনায় এলাকাবাসীর মনে ক্ষোভ তৈরি হয়েছে। স্থানীয়দের দাবী, এই ঘৃণ্য ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্তদের কঠোরতম শাস্তি দেওয়া হোক।

বেশ কিছুদিন ধরেই অন্ধ্রপ্রদেশের বেশ কিছু হিন্দু মন্দিরের উপর রাতের অন্ধকারে হামলা চালাচ্ছে দুষ্কৃতীরা। গত রবিবারও অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া অঞ্চলের সীতারাম মন্দিরে ভাঙচুর করা হয়েছে। প্রাথমিক তদন্তে ডেপুটি পুলিশ কমিশনার বিক্রান্ত প্যাটেল মন্দিরের তত্ত্বাবধানে থাকা কোটেশ্বরমকে জিজ্ঞাসাবাদ করেছেন। মন্দির ভাঙা নিয়ে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে সংলগ্ন এলাকায়। তবে পুলিশ স্থানীয় বাসিন্দা ও ভক্তদের আশ্বস্ত করেছে যে, অতি সত্বর অভিযুক্তদের গ্রেফতার করা হবে।

উল্লেখ্য, গত মাসেও ভিজিয়ানাগ্রাম জেলার রামতীর্থম মন্দিরে ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতীরা। ৪০০ বছর পুরনো প্রভু রামের মূর্তি ভেঙে উপড়ে ফেলেছে তারা। পরদিন সকালে মন্দিরের পুরোহিত এসে এই ভাঙা মূর্তি উদ্ধার করেন এবং এলাকাবাসীকে খবর দেন।