‘হিন্দুত্ববাদী গুজরাটি পাঞ্জাবি কৃষকদের প্রতি উদাসীন’, কটাক্ষ পাকিস্তানি মন্ত্রীর

0
626

বঙ্গদেশ ডেস্ক: ভারতকে খোঁচা দিয়ে অন্যরকম পাশবিক আনন্দ উপভোগ করে পাকিস্তান ! দেশভাগের সময় থেকেই এই নোংরামী চলে আসছে। কিন্তু এইবার কৃষক আন্দোলন নিয়ে মোদী সরকারের সমালোচনায় সরব হয়েছেন পাকিস্তানের মন্ত্রী। ইমরান খানের মন্ত্রিসভার সদস্যর ব্যঙ্গাত্মক খোঁচা, “হিন্দুত্ববাদী গুজরাটি ভারতের পাঞ্জাবি কৃষকদের জন্য কোনও দয়ামায়া দেখাচ্ছে না। ভারত সরকারের এমন পাঞ্জাব বিরোধী মনোভাবের জন্য লজ্জিত হওয়া উচিত।”

দিল্লি সীমান্তে চলতে থাকা কৃষক আন্দোলন চলছে। এই আন্দোলন ঘিরে সমগ্র দেশে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নয়া তিন কৃষি বিল প্রত্যাহারের দাবিতে সরব হয়েছেন কৃষকরা। টানা ১২ দিন ধরে চলছে কঠিন আন্দোলন। তাদের এই আন্দোলন সমর্থন জানিয়েছে কানাডা, ব্রিটেনের শিখ-পাঞ্জাবি সমাজের প্রতিনিধিরা। এবার এই ইস্যুকে কেন্দ্র করে ভারত সরকারের নিন্দা করলেন পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী চৌধুরি ফাওয়াদ হুসেন।

টাইমস নাউয়ের রিপোর্টে বলা হয়েছে, পরপর কয়েকটি টুইট করে ফাওয়াদ খোঁচা দিয়েছেন ভারতকে। প্রথম টুইটে তাঁর বক্তব্য, “কাঁটাতারের ওপারে থাকা পাঞ্জাবি কৃষকদের দুঃখে আমি সমব্যথী। টানা ১২ দিন ধরে চলছে সরকার বিরোধী আন্দোলন। এই ঘটনা যেকোনো সরকারের পক্ষে লজ্জাজনক। অথচ হিন্দুত্ববাদী গুজরাটির ভারত সরকারের পাঞ্জাবি কৃষকদের জন্য কোনও হেলদোল নেই। ভারত সরকারের পাঞ্জাবের প্রতি এই ঔদাসীন্য মনোভাব লজ্জাজনক।”

#FarmersProtest হ্যাশট্যাগ ব্যবহার করে ফাওয়াদ আরও লিখেছেন, “ বিশেষ বিশেষ ক্ষেত্রে অবিচার সুবিচারকে প্রভাবিত করে। মোদী সরকারের পাঞ্জাব বিরোধী নীতির বিরুদ্ধে অবিলম্বে তীব্র প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। নরেন্দ্র মোদীর নয়া কৃষি বিল সংক্রান্ত নীতি গোটা অঞ্চলের জন্য‌ই ক্ষতিকারক।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, “ভারতে নতুন ট্রেন্ড চালু হয়েছে। প্রধানমন্ত্রী মোদীর বিরোধিতা করলেই তাকে পাকিস্তানের সাপোর্টার হিসেবে দেগে দেওয়া হচ্ছে। এটাই নতুন ফ্যাশন, নতুন বর্বরতা।”

নয়া কৃষি বিল প্রত্যাহারের দাবিতে দিল্লির বিভিন্ন সীমান্তে আন্দোলন চলছে। বিভিন্ন মহল থেকে কৃষকদের পাশে থাকার বার্তা‌ও এসেছে। কিন্তু সরকার এখনও তাদের দাবি মানতে নারাজ। বরং সরকার ও কৃষক গোষ্ঠী উভয়ের মধ্যে চলছে দর কষাকষি। ৯ তারিখ ফের একবার আলোচনায় বসতে চলেছে দুপক্ষ। তার আগে আগামীকাল অর্থাৎ ৮ তারিখ ভারত বনধের ডাক দিয়েছেন কৃষকগোষ্ঠী। সমর্থন এসেছে বিরোধী দলগুলির পক্ষ থেকেও।