জন্মবার্ষিকীতে শ্যামাপ্রসাদকে শ্রদ্ধার্ঘ্য মোদী, মমতার

বঙ্গদেশ ডেস্ক: ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একশো উনিশতম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ সকালে একটি টুইটের মাধ্যমে তিনি লেখেন “তার জন্মবার্ষিকীতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে প্রণাম জানাই৷ তিনি একজন সৎ,নিষ্ঠাবান দেশপ্রেমিক ছিলেন। দেশের উন্নয়নে অভাবনীয় অবদান রেখেছিলেন। ভারতকে ঐক্যবদ্ধ করতে তিনি সাহসী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তাঁর চিন্তাভাবনা ও আদর্শ সারা দেশের লাখো মানুষের মধ্যে শক্তি প্রদান করে। ”
জন্মবার্ষিকীতে শ্যামাপ্রসাদকে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহও। শ্যামাপ্রসাদের অবদান ব্যাখ্যা করতে আজ সকাল ১১ থেকে ভার্চুয়াল সভাও করবেন নাড্ডা। যা ফেসবুক, টুইটার, ইউটিউবে সম্প্রচারিত হবে।
তবে পিছিয়ে নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও। ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে শ্যামাপ্রসাদের অবদান, ওনার সংগ্রামী ইতিহাস প্রচারের মাধ্যমে বিজেপি জাতীয়তাবাদী হিন্দুত্বের নবজাগরণ ঘটাতে যায় বাংলায়৷ তারজন্যই ওনার জন্মবার্ষিকীকে রাজনৈতিক কর্মসূচির রুও দেওয়া হয়েছে৷ আগামী বছর বিধানসভা ভোটের আগে তাই একটিও সুযোগ মিস করতে চাইছেনা তারা৷
বিজেপির এই চাল দেখেই মমতাও উঠে পড়ে লেগেছেন নিজের জাতীয়তাবাদী ভাবমুর্তির রক্ষায়। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মকান্ড দেখলেই বোঝা যায় যে রাজ্যের হিন্দু ভোট পেতে তিনিও মরিয়া । তাই কলকাতা বন্দরের নাম বদলে শ্যামাপ্রসাদের নামাঙ্কিত বন্দর হওয়ায় বিরোধীতা না করা, চীন প্রসঙ্গে কেন্দ্রের পাশে থাকা ইত্যাদির মাধ্যমে তিনি বিজেপির হিন্দু ভোটব্যাঙ্কে ভাগ বসাতে চাইছেন৷ বিশেষজ্ঞদের মতে মমতার হঠাৎ করে শ্যামাপ্রসাদ প্রীতি এই কারণেই জেগে উঠেছে।