রাম মন্দির-চিফ জাস্টিসের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য মহুয়া মৈত্রের, কড়া ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা

0
694

বঙ্গদেশ ডেস্ক:তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র আবারও বিতর্কে জড়ালেন। এবার সুপ্রিম কোর্টের বিচারপতির বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছেন এই তৃণমূল সাংসদ৷ এছাড়াও রাম মন্দিরের রায়ের বিষয়েও একইভাবে অপমানজনক মন্তব্য করেন তিনি। এরপর কিছু সময়ের জন্য লোকসভায় উত্তেজনা বিরাজ করে সাংসদদের মধ্যে৷ লোকসভায় রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাব বিষয়ে বলার সময়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এই মন্তব্যগুলো করেন৷ 

মহুয়া মৈত্র বিচার ব্যবস্থাকে উদ্ধৃত করে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ” আদালত কেন্দ্রীয় সরকারের চাপে পড়ে রায় দেয়। বিচার ব্যবস্থা পবিত্র নেই। কেন্দ্র সরকার ভুয়ো খবর ছড়ায়।” এছাড়াও রাম মন্দিরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ” রাম মন্দিরের পক্ষে রায় দেওয়ার কারণ রঞ্জন গগৈ চাপে পড়ে গিয়েছিলেন। সেজন্যেই তিনি রাম মন্দিরের পক্ষে রায় দিয়েছেন৷ মহুয়া মৈত্রের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন আর সরকার। এসময় সংসদে সাময়িক সময়ের জন্য বিষয়টি নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। 

মহুয়া মৈত্রের এই বিরূপ ও অপমানজনক বক্তব্যের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে কেন্দ্র সরকার। সংসদীয় মামলার মন্ত্রী প্রহ্লাদ জোশি মঙ্গলবার এই বিষয়টি নিয়ে বলেন, প্রধান বিচারপতি ও রাম মন্দির মামলার বিষয়ে এই ধরণের বিরূপ ও অপমানজনক মন্তব্য অত্যন্ত গুরুতর বিষয়। এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হচ্ছে। প্রধান বিচারপতি ও রাম মন্দিরের বিষয়ে সরকার বরাবরই জিরো টলারেন্স নীতি বজায় রেখেছে। তারই ধারাবাহিকতায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের এই বিরূপ ও অপমানজনক মন্তব্যের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে।