জমি দখলে বাধা, ইসলামিক বাংলাদেশের বরগুনায় ৬ হিন্দুকে কুপিয়ে হত্যার চেষ্টা জিহাদীদের

0
1513

বঙ্গদেশ ডেস্ক: আবারও ইসলামিক বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু একটি পরিবারের ওপর জিহাদী হামলার ঘটনা সামনে এসেছে। এবারের ঘটনাস্থল ইসলামিক বাংলাদেশের বরগুনা জেলার পাথরঘাটা কালমেঘা ইউনিয়নের কালীবাড়ি গ্রাম। সেই গ্রামের হিন্দু বাসিন্দা গোবিন্দ শীল তাদের জমিতে অবৈধভাবে চাষাবাদ করতে নিষেধ করায় তার পরিবারের ওপর এই জিহাদী হামলা চালায় স্থানীয় জিহাদী জি এম খলিল ও তার জিহাদী বাহিনী। 

ঘটনার শুরু জমি বিক্রয়ের একটি ঘটনা থেকে। গোবিন্দ শীল তার জমির কিয়দংশ স্থানীয় জি এম খলিলকে বিক্রয় করে। কিছুদিন পর জিহাদী খলিল গোবিন্দ শীলের সেই সম্পূর্ণ জায়গাটির মালিকানা দাবী করে এবং সম্পূর্ণ জায়গাটি দখলের চেষ্টা করতে থাকে। জিহাদীরা সেই দখলের চেষ্টার ধারাবাহিকতায় গোবিন্দ শীলের জমিতে অবৈধভাবে চাষাবাদ করা শুরু করে। গত ৩১ জানুয়ারী তারিখে এই অবৈধ চাষাবাদের বিষয়ে গোবিন্দ শীলের পরিবারের সাথে জিহাদী খলিলের জিহাদী পরিবারের বচসা হয়। এই ঘটনার পর থেকেই জিহাদী খলিলের জিহাদী পরিবার গোবিন্দ শীলের পরিবারের ওপর হামলার ছক কষতে থাকে। 

এরপর গোবিন্দ শীলের পরিবারের ওপর প্রাণঘাতী হামলা চালায় জিহাদী খলিল ও তার ছেলে জিহাদী তানভীর, খলিলের ভাগ্নে জিহাদী সোলেমান, খলিলের ভাইপো জিহাদী আলামিনের নেতৃত্বে সশস্ত্র জিহাদীর একটি দল। এসময় জিহাদীরা গোবিন্দ শীলের পরিবারকে রড ও হকিস্টিক দিয়ে মারাত্মকভাবে পিটিয়ে ও রাম দা দিয়ে কুপিয়ে হত্যা করার চেষ্টা করে। এই জিহাদী হামলায় মারাত্মকভাবে আহত হয়েছে গোবিন্দ শীল ও তার স্ত্রী মঞ্জু রাণী, গোবিন্দ শীলের ভাই হরেকৃষ্ণ শীল ও তার ছেলে গৌতম চন্দ্র শীল। আরও আহত হয়েছে হরেকৃষ্ণ শীলের কন্যা মিতালী এবং গোবিন্দ শীলের ভাইপোর স্ত্রী পপি রাণী। 

জিহাদীরা গোবিন্দ শীলের পরিবারকে হত্যার চেষ্টা করেই ক্ষান্ত হয়নি। জিহাদীরা তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হুমকিও দিয়েছে। জিহাদীদেরকে লোক দেখানোর মতো গ্রেফতারের পরে তারা জামিন নিয়ে বেরিয়ে এসে আবারও গোবিন্দ শীলের পরিবারকে হত্যা ও দেশ থেকে বিতাড়িত করার হুমকি নিয়মিত দিয়ে যাচ্ছে। অবস্থা এতোটাই ভয়ঙ্কর যে জিহাদীরা গোবিন্দ শীলের পরিবারের মেয়েদেরকে তুলে মিয়ে যাওয়ার হুমকিও দিয়ে যাচ্ছে। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। গোবিন্দ শীলের পরিবার নিরাপত্তাহীনতা ও ভীতিকর পরিস্থিতিতে দিন যাপন করছে। হয়তো ইসলামিক বাংলাদেশের জিহাদী নির্যাতনের শিকার আর দশটি হিন্দু পরিবারের ন্যায় তারা একসময় পিতৃপুরুষের ভিটেমাটি ত্যাগ করতে বাধ্য হবে।