সেনার মনোবল বাড়াতে লাদাখ সীমান্তে মোদী

বঙ্গদেশ ডেস্ক: চীনের সাথে অশান্তি এখনো অব্যহত। মুখে শান্তির কথা বললেও সেনা মোতায়েন করেই চলেছে চীন। ভারতও হাত গুটিয়ে বসে নেই, টি-90 ভীষ্মের মত ট্যাঙ্ক থেকে শুরু করে সুখোইয়ের মত প্রথম সারির যুদ্ধবিমানকে পাঠিয়েছে সেনা। এরই মাঝে আজ সকালে লাদাখ যাওয়ার কথা ছিল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর।

তিনি আসলেন না, কিন্তু তাতে কী? লাদাখের সেনাঘাঁটিতে পা রাখলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই সফরকে স্বাভাবিকভাবেই ভীষণ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এর ফলে সেনার মনোবল বাড়বে, চীনও একটা কঠোর বার্তা পাবে যে “এই ভারত চুপ করে বসে থাকার নয়। ভারতের দিকে চোখ তুলে তাকালে পাল্টা বিপক্ষের চোখ উপড়ে নেওয়ার ক্ষমতা রাখে ভারত।সেনাদেরকেও বোঝানো যাবে যে তারা এই যুদ্ধে একা নন, গোটা দেশ পাশে আছে তাদের৷”

আজ সকালেই লেহ পৌঁছোন মোদী। চলে যান সমুদ্রপৃষ্ঠ থেকে ১১হাজার ফুট উচ্চতায় অবস্থিত নিমুতে৷ সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন বায়ুসেনা, সেনাবাহিনী এবং আইবিটিপির পদস্থ অফিসাররা। এরপরে সেনা হাসপাতালে যাওয়ার পরিকল্পনা রয়েছে নমোর। সেখানে ভর্তি থাকা ১৫ জন আহত জওয়ানের মুখ থেকে সেদিনের ঘটনার বিবরণ শুনবেন প্রধানমন্ত্রী।