রাম মন্দির তৈরীর জন্য ৫ লক্ষ ১০০ টাকা দানের মাধ্যমে “নিধি সমর্পণ অভিযান” এর সূচনা রাষ্ট্রপতির

0
507

বঙ্গদেশ ডেস্ক: গতকাল থেকে শুরু হয়েছে অয্যোধ্যায় নির্মাণ হতে যাওয়া রাম মন্দিরের জন্য “নিধি সমর্পণ অভিযান”। এই অভিযানের মূল আকর্ষণ ছিলেন মাননীয় রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ।  মাননীয় রাষ্ট্রপতি আজ শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট, বিশ্বহিন্দু পরিষদ আর স্বয়ংসেবক সঙ্ঘের একটি প্রতিনিধি দলের হাতে ৫ লক্ষ ১০০ টাকা দান তুলে দেওয়ার মাধ্যমে এই “নিধি সমর্পণ অভিযান” শুরু করেন। 

শুধুমাত্র মাননীয় রাষ্ট্রপতিই নন, এর পূর্বে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান শ্রী রাম জন্মভূমিতে রাম মন্দির নির্মাণকল্পে বিশ্ব হিন্দু পরিষদের বিনায়ক রাও দেশমুখের হাতে ১ লক্ষ টাকা তুলে দিয়েছিলেন। এছাড়াও মোরারী বাপু মন্দিরের জন্য ১১ কোটি টাকা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ১১ লক্ষ টাকা, শিবসেনা ১ কোটি টাকা রাম মন্দির নির্মাণকল্পে দান করেছে। রাষ্ট্রপতি ভবনে এই প্রতিনিধি দলে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দ দেব গিরি মহারাজ আর বিশ্বহিন্দু পরিষদের কার্যধক্ষ্য অলোক কুমার সহ BHP নেতারা উপস্থিত ছিলেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিবেন্দ্র সিংহ রাওয়াত-ও এই দাতাদের তালিকায় রয়েছে। 

রাম মন্দির সাধারণ হিন্দুদের অর্থেই তৈরী করা হবে। আর সেজন্যেই এই অভিযানের শুরু হয়েছে। ভারতবর্ষের সর্বমোট ৫ লক্ষেরও বেশি গ্রামে ১২ কোটিরও অধিক হিন্দুদের সাথে রাম মন্দির তৈরীর অর্থ সংগ্রহের জন্য যোগাযোগ স্থাপন করা হবে। ২০০০ হাজার টাকা দান দেওয়া ব্যক্তিদেরকে রশিদ দেওয়া হবে এবং সাধারণত ১০০-১০০০ টাকা পর্যন্ত দানে কুপন করা হবে। আগামী ২৭ শে ফেব্রুয়ারী পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হবে। সর্বনিম্ন দানের পরিমাণ মাত্র একটি ইটের মূল্য, ১১ টাকা। সাধারণ হিন্দুদের এই প্রদত্ত অর্থের ভিত্তিতেই শ্রীরাম জন্মভূমিতে রাম মন্দির নির্মাণ করা হবে।