ভারতেই রাফাল তৈরীর প্রস্তাব করতে পারে ফ্রান্স, সামরিক শিল্পে নতুন সম্ভাবনা

0
623

বঙ্গদেশ ডেস্ক: ভারতের প্রতিবেশী দুই বৈরী দেশ পাকিস্তান ও চীন। ভারতের প্রতি এই দুই শত্রু দেশের বৈরীতা দীর্ঘদিনের। তবে এই দুটি দেশকেই একা হাতে উচিত শিক্ষা দিয়ে এসেছে ভারত। এই দুই শত্রু দেশের বৈরীতা মোকাবেলায় ভারতের পাশে বরাবরই ছিল বন্ধু দেশ ফ্রান্স। রাফাল চুক্তির মাধ্যমে সেই বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে। ইতিমধ্যে ভারত মোট ৩৬ টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে ফরাসি সংস্থা ডাসল্ট এভিয়েশনের সাথে। এখনও পর্যন্ত ছত্রিশটি রাফাল যুদ্ধবিমানের মধ্যে এগারোটি রাফাল হাতে পেয়েছে ভারত। ডাসল্ট এভিয়েশন এই বছরের মধ্যেই বাকি রাফালগুলো সরবরাহ করবে। কিছুদিনের মধ্যে ফরাসি রাষ্ট্রপতির কূটনৈতিক বিশেষজ্ঞ ইম্যানুয়াল বনে ভারতে আসার সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, ভারতেই রাফাল তৈরী করতে আগ্রহী ফ্রান্স এবং ইম্যানুয়াল বনে তাঁর ভারত সফরে মোদী সরকারের কাছে ভারতেই রাফাল তৈরীর প্রস্তাব করার সম্ভাবনা রয়েছে।

ইতিমধ্যেই রাফাল যুদ্ধবিমানের বিভিন্ন যন্ত্রাংশ তৈরীর কন্ট্র‍্যাক্ট পেয়েছে নাগপুরের একটি ভারতীয় সংস্থা। ভারতীয় বিমানবাহিনীর চাহিদা অনুযায়ী সর্বমোট একশো চৌদ্দটি যুদ্ধবিমানের প্র‍য়োজন। ডাসল্ট এভিয়েশনের বক্তব্য, যদি ভারত একশোটি রাফাল বিমানের অর্ডার দেয় তাহলে সেগুলো ভারতের মাটিতেই তৈরী করতে আগ্রহী তারা৷ ভারতীয় বিমানবাহিনীর যে একশো চৌদ্দটি যুদ্ধবিমান প্রয়োজন তা নিয়ে টেণ্ডার আহ্বান করা হয়েছে এবং মার্কিন,রুশ, সুইডিশ যুদ্ধবিমান সংস্থাগুলো সহ বিশ্বের তাবড়-তাবড় যুদ্ধবিমান সংস্থাগুলো তাদের অত্যাধুনিক ও সেরা যুদ্ধবিমান নিয়ে উপস্থিত। আর সেই কারণেই ছত্রিশটি রাফাল সম্পূর্ণভাবে ভারতে পৌঁছানোর পর এই বিষয়ে সিদ্ধান্ত নেবে ভারত সরকার।

ডাসল্ট এভিয়েশনের বক্তব্য, ভারতের মাটিতে রাফাল তৈরীর প্রক্রিয়া শুরু হলে ভারত-ফ্রান্সের সামরিক ইতিহাসে এক নয়া অধ্যায়ের সূচনা ঘটবে। সেক্ষেত্রে রাফালের যোগান নিয়ে ভারতকে আর ভাবতে হবে না। অন্যদিকে ভারতের মাটিতে নতুন কর্মসংস্থান তৈরীর সম্ভাবনা উন্মোচিত হবে। ফলে সামরিক শিল্পে ভারতের সামনে নতুন দ্বার খুলে যাবে। কিছুদিন পূর্বে বিমানবাহিনী প্রধান আর কে এস ভাদোরিয়া IAF এর দুই স্কোয়াড্রন অর্থাৎ ছত্রিশটি রাফাল কেনার সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছিলেন।