পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে লাভ জিহাদ বিরোধী আইন প্রণয়নের ইঙ্গিত মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

0
754

বঙ্গদেশ ডেস্ক: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আসন্ন। পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে লাভ জিহাদ বিরোধী আইন প্রণয়ন করার ইঙ্গিত দিলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা নরোত্তম মিশ্র৷ মধ্যপ্রদেশে ইতিমধ্যেই লাভ জিহাদ বিরোধী আইন প্রণয়ন করা হয়েছে। এবার দুর্গাপুরে দলীয় সভাতে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গেও লাভ জিহাদ বিরোধী আইন প্রণয়নের ইঙ্গিত দিলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী৷

বর্তমানে ভারতবর্ষে লাভ জিহাদ একটি অন্যতম বড় সমস্যা। প্রতারণা ও তথ্য গোপনের মাধ্যমে ধর্মান্তরকরণের শিকার বানানো হচ্ছে হিন্দু নারীদের। গাজওয়াতুল হিন্দ এর অন্যতম বড় হাতিয়ার এই লাভ জিহাদ এবং এর পেছনে দেশীয় ও বৈদেশিক বিভিন্ন ইসলামিক সংগঠনের আর্থিক ও আইনী সহায়তার মাধ্যমে মদত দেওয়ার অভিযোগও রয়েছে। বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ডে লাভ জিহাদ বিরোধী আইন ইতিমধ্যেই পাশ করা হয়েছে৷ বিয়ের উদ্দেশ্যে জোরপূর্বক ধর্মান্তকরণ রোধ করাই এই আইনের লক্ষ্য।

বঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার লক্ষ্যে ব্লু প্রিন্ট প্রস্তুত করে নিয়েছে বিজেপি। ইতিমধ্যেই ফ্রন্টলাইনের বিভিন্ন বিজেপি নেতাকে বিভিন্ন বিধানসভা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে। এই তালিকায় মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রও রয়েছেন। বঙ্গের ৪৮ টি বিধানসভা কেন্দ্রের সাংগঠনিক দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় দুর্গাপুরে সাংগঠনিক সভা করতে গিয়ে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেন, ” বঙ্গের মানুষ যদি আমারকে সুযোগ দেয়, আমরা যদি ক্ষমতায় আসি, তাহলে পশ্চিমবঙ্গেও লাভ জিহাদ বিরোধী আইন প্রণয়নের জন্য দলীয় নেতৃত্বকে আমি প্রস্তাব করবো। “