দেশকে যোগ্য নেতৃত্ব ক্ষমতা নেই রাহুল গান্ধীর! বিস্ফোরক শরদ পওয়ার

0
561

বঙ্গদেশ ডেস্ক:- ‘দেশকে উপযুক্ত নেতৃত্ব দেওয়ার মতো ধারাবাহিকতা রাহুল গান্ধীর মধ্যে নেই।’ নাহ! এমন বিস্ফোরক মন্তব্য বিজেপি (BJP) বা বিরোধী শিবিরের কোনও নেতার নয়, একথা বলছেন কংগ্রেসেরই পুরনো এবং বিশ্বস্ত জোটসঙ্গী শরদ পওয়ার। তিনি জানিয়েছেন তাঁর মনে হয়, একজন নেতা হিসেবে যে ধারাবাহিকতা এবং দুরদর্শিতা প্রয়োজন, সেটা রাহুল গান্ধীর মধ্যে খুঁজে পাচ্ছেন না দেশবাসী। উল্টোদিকে আবার রাহুল গান্ধী সম্পর্কে বারাক ওবামা নিজের বইয়ে যে মন্তব্য করেছেন, সেটাও সমর্থন করেন না পওয়ার।

রাহুলের গ্রহণযোগ্যতা নিয়ে পওয়ারের প্রশ্ন তোলা নতুন কোনো ঘটনা নয়। এনসিপি প্রধান আগেও কংগ্রেসের প্রধান মুখের রাজনৈতিক ভূমিকা ও সদিচ্ছা নিয়ে খোঁচা দিয়েছেন। তবে, সম্ভবত এই প্রথম সরাসরি তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুললেন পওয়ার। এক সাক্ষাৎকারে গত বৃহস্পতিবার তিনি বলেন ,”ভারতের রাজনৈতিক বিষয়ে রাহুলের নেতৃত্বের যোগ্য ভূমিকা নিয়ে বেশ কিছু প্রশ্ন আছে। ওঁর মধ্যে হয়তো সেই ধারাবাহিকতার অভাব স্পষ্ট ফুটে উঠেছে।”

রাহুলের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তুললেও গান্ধী পরিবারের ঐতিহ্যের প্রতি এখনও আস্থাশীল মারাঠা নেতা। তিনি জানিয়েছেন,”সোনিয়া গান্ধী ও গান্ধী পরিবারের সঙ্গে আমার মতপার্থক্য অনেকদিন ধরেই আছে। কিন্তু এক‌ইসঙ্গে এটাও সত্যি যে, আজও কংগ্রেসপন্থীরা গান্ধী-নেহেরু পরিবারের প্রতি আস্থা বজায় রেখে চলে।” রাহুল সম্পর্কে বারাক ওবামার মন্তব্যেরও এদিন মৃদু ভাষায় নিন্দা করেছেন তিনি। পওয়ার বলেছেন,”আমরা নিজেদের দেশের নেতাকে নিয়ে যা খুশি বলতেই পারি কিন্তু অন্য দেশের নেতার আমাদের নেতাকে নিয়ে বলা উচিত নয়। আমার মনে হয়, এক্ষেত্রে ওবামা ঔদ্ধত্য প্রকাশ করেছেন। তিনি নিজের সীমানা লঙ্ঘন করেছেন।” প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যের বিরোধিতা করলেও পওয়ার যেভাবে রাহুলের নেতৃত্বের ধারাবাহিকতা নিয়ে খোঁচা দিয়েছেন তাতে আগামী দিনে কংগ্রেস নেতার গ্রহণযোগ্যতা যে বেশ কিছুটা বড়সড় ধাক্কা খেল, সেটা সহজেই অনুমেয়।

মূল কথা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে ভারতের পাশাপাশি এই মুহূর্তে গোটা বিশ্বের অন্যতম জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব। এরকম হেভিওয়েট নেতার বিরুদ্ধে লড়তে হয় রাহুল গান্ধীকে। যার দিকে কিনা বারবার আঙুল উঠেছে যোগ্য নেতৃত্ব নিয়ে, রাজনৈতিক চিন্তাধারা ও মানসিকতা নিয়ে। তবে, এতদিন শুধু বিরোধীরাই অভিযোগ করত, রাহুল গান্ধী একজন পার্ট-টাইম রাজনীতিবিদ। এবার কংগ্রেসের জোটসঙ্গীরাই রাহুল গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন।

রাহুল গান্ধী এই ‘পার্ট-টাইম রাজনীতিবিদ’ তকমা পরিবর্তন করতে না পারলে, আগামী দিনে কংগ্রেসের অধঃপতন যে দ্রুতগতিতে হবে, সেটা হয়তো ভালমতোই বুঝতে পেরেছেন মারাঠা স্ট্রংম্যান। আর সম্ভবত সেকারণেই হয়তো নিজের পুরনো জোটসঙ্গীদের নিজের ত্রুটিবিচ্যুতি ঠিক করে নেওয়ার ইঙ্গিত দিলেন তিনি।