উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মৃত্যুকামনা করলেন বামপন্থী অভিনেত্রী শ্রীলেখা মিত্র 

0
1393

বঙ্গদেশ ডেস্ক:দেশজুড়ে চলছে করোনা মহামারির সেকেন্ড ওয়েভ। সেকেন্ড ওয়েভের ধাক্কায় সাময়িকভাবে বেশ চাপে পড়ে গিয়েছিল গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থা। বিভিন্ন স্থানে দেখা দিয়েছিল চরম অক্সিজেন সংকট। তবে ধীরে ধীরে এই সাময়িক সীমাবদ্ধতাকে কাটিয়ে উঠছে দেশ। করোনা ভাইরাসের এই সেকেন্ড ওয়েভে আক্রান্ত হওয়া থেকে রেহাই পাচ্ছেন না কেউই। এরই মধ্যে এক বিতর্কিত মন্তব্যের জন্য দীর্ঘদিন পর আলোচনায় বামপন্থী অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এক সময়ে লাইমলাইটের অভিনেত্রী হলেও এখন অনেকটাই আলোচনা ও লাইমলাইট থেকে ব্রাত্য এই অভিনেত্রীকে এখন চলছে ব্যাপক সমালোচনা। 

করোনার সেকেন্ড ওয়েভের ধাক্কায় সাময়িকভাবে বিপদে পড়েছিল যোগীরাজ্য উত্তর প্রদেশ, দেখা দিয়েছিল প্রবল অক্সিজেন সংকটের। তবে সেই সংকট এখন অনেকটাই কাটিয়ে উঠেছে উত্তরপ্রদেশ। এই সংকটকে হাতিয়ার করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে একহাত নিতে চেয়েছিলেন বামপন্থী অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কিন্তু একহাত নিতে গিয়ে পড়ে গেলেন বিপাকে, করে ফেললেন বেফাঁস মন্তব্য। নিজের ফেসবুক আইডি থেকে শ্রীলেখা মিত্র উত্তরপ্রদেশের করোনা পরিস্থিতির একাধিক স্ক্রিনশট শেয়ার করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে উদ্দেশ্য করে লেখেন, “এই লোকটাকে পশ্চিমবঙ্গে ঢুকতে দেওয়া বন্ধ করা হোক। ভালো লোকগুলো মরছে এই আপদটা মরছে না কেন?” 

শ্রীলেখা মিত্রের এই মন্তব্যকে ঘিরে তৈরী হয়েছে ব্যাপক বিতর্কের। নেটিজেনরা এই বামপন্থী অভিনেত্রীর মন্তব্যে বেশ ক্ষুব্ধ। নেটিজেনদের বক্তব্য, ” করোনা পরিস্থিতিতে অনেকেই তাদের স্বজন হারিয়েছেন। যাদের হারায় তারাই বোঝে স্বজন হারানোর কষ্ট৷ অন্যদিকে আমাদের অভিনেত্রী মানুষের মৃত্যু কামনা করছেন। আসলে দীর্ঘদিন লাইমলাইটে নেই, তাই মানুষের মৃত্যুকামনা করে লাইমলাইটে আসার চেষ্টা করছেন। ”