পাতাল প্রবেশ

শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়

কে তুমি অভিশপ্ত জাতি?
দস্যুর কাছে নুয়ে হনন করছ নিজ জ্ঞাতি!

ষড়যন্ত্র এত প্রিয় খেলা,
সব জেনে বুঝে শুনে মিথ্যেকে বানিয়েছ ভেলা?

ঈর্ষাই শেষ কথা বলে?
মিথ্যা সাজাও তুমি সত্যকে রেখে পদতলে!

রাজনীতি অতি বড় দায়,
যা কিছু স্পষ্ট তাকে বুঝলেও ভুল বোঝা যায়।

হীন তুমি চরিত্রে দীন একতায়,
ভাঙনই নিয়তি তার ভাঙন যে ব্যক্তিস্বার্থে চায়।

মাতৃঘাতীর হাতে কুঠারের মতো
অভিশাপ লেগে থাকে, সমষ্টির অপূরণীয় ক্ষত?

সে কুঠার নিজেকে হানে শত্রুকে নয়,
দেশমাতৃকা কাকে ডাকো, যে বসুধা বিদীর্ণ হয়?