অপমানিত সেকুলার সাংবাদিক রাজদীপ সারদেশাই ইন্ডিয়া টুডে থেকে ইস্তফা দিলেন

0
783

বঙ্গদেশ ডেস্ক:- দেশের অন্যতম জনপ্রিয় সেকুলার মিডিয়া ইন্ডিয়া টুডে রাজদীপ সারদেশাইকে দুই সপ্তাহের জন্য অফ এয়ার করেছে। একই সাথে ইন্ডিয়া টুডে রাজদীপ সারদেশাই-এর এক মাসের স্যালারি কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইন্ডিয়া টুডে ম্যানেজমেন্টের এমন পদক্ষেপে অপমানিত রাজদীপ ইন্ডিয়া টুডে সংস্থা ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

সূত্রের খবর, ভুয়ো খবর তুলে ধরার অভিযোগে উঠেছে সাংবাদিক রাজদীপ সারদেশাইয়ের বিরুদ্ধে। তার উপর হওয়া অ্যাকশন নিয়ে তিনি ক্ষুব্ধ। যার জেরে তিনি ইন্ডিয়া টুডে সংস্থাকে ইস্তফা প্রদান করেছেন।

সূত্রের দাবি, রাজদীপ সারদেশাই একজন বিশিষ্ট সাংবাদিক, এক মাসের স্যালারি কেটে নেওয়ার সিদ্ধান্তে উনি লজ্জিত ও অপমানিত বোধ করেছেন। যে কারণেই এই ইস্তফা। এছাড়াও রাজদীপকে ২ সপ্তাহের জন্য অফ এয়ার করে দেওয়া হয়েছে। অর্থাৎ রাজদীপ সারদেশাইকে ইন্ডিয়া টুডে ব্রডকাস্ট করবে না তথা টিভির পর্দায় আর দেখা যাবে না। যা রাজদীপের কাছে অত্যন্ত অপমানজনক।

উল্লেখ্য, এই সেকুলার সাংবাদিক কৃষক আন্দোলন নিয়ে একটি ভুয়ো খবর ছড়িয়েছিল। ভুয়ো খবরে উনি বলেছিলেন যে, পুলিশ গুলি মেরে একজন কৃষককে মেরে ফেলেছে‌।


অন্যদিকে খবরের সত্যতা যাচাই করে দেখা গিয়েছে যে, সেই কৃষক তীব্রগতিতে ট্রাক্টর চালাচ্ছিল, হটাৎ ট্রাক্টর উল্টে পড়ে গিয়ে মারা যায়। তবে এটাই প্রথমবার নয়, এর আগেও বহুবার রাজদীপ সারদেশাইয়ের নামে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ উঠেছে।