এবার বাংলা ভাষায় আসছে রিপাবলিক টিভি, নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

0
1776

বঙ্গদেশ ডেস্ক:- ইংরেজী এবং হিন্দি উভয় সংবাদ ক্ষেত্রেই শীর্ষস্থান অর্জনের পর রিপাবলিক টিভি শিগগিরই একটি বাংলা ভাষা চ্যানেল চালু করবে এই মর্মে একটি ঘোষণা করে। ২০২১ সালে পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনের পূর্বে এই সিদ্ধান্তটি একটি গেম-চেঞ্জার হিসাবে প্রমাণিত হতে পারে।

একটি ট্যুইট বার্তায় নিউজ চ্যানেলটি জানিয়েছে, “আমরা আসছি!”। নিউজ নেটওয়ার্কটি তার নতুন এই যাত্রার জন্য কর্মী নিয়োগে আগ্রহী বলে জানিয়ে ঘোষণা করেছে , “রিপাবলিক টিভি উপযুক্ত নিউজ এডিটরদের সন্ধান করছে। রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ক তরুণ এবং স্মার্ট সাংবাদিকদের সন্ধান করছে যাদের বাংলা ভাষায় দক্ষতা রয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের কোনও বাংলা নিউজ চ্যানেলে কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।”

রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ক বর্তমানে দুটি টিভি নিউজ চ্যানেল পরিচালনা করছে, প্রধানত ইংলিশ নিউজ চ্যানেল রিপাবলিক টিভি এবং হিন্দি নিউজ চ্যানেল আর ভারত। উভয় চ্যানেলই উভয় ভাষায় দর্শকের নিরিখে চার্টে শীর্ষস্থানে অবস্থান করছে। রিপাবলিকের এই বাংলা নিউজ চ্যানেল তাদের প্রথম আঞ্চলিক ভাষার নিউজ চ্যানেল হবে।

মজার বিষয় এই যে অর্ণব গোস্বামী কলকাতাতেই প্রথম সাংবাদিক হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন যেখানে তিনি টেলিগ্রাফের হয়ে কাজ করতেন। গোস্বামী যেহেতু বাংলা বলতে পারেন, আশা করা যায় যে তিনি বাংলা চ্যানেলেও কিছু অনুষ্ঠান করতে পারেন। তিনি ইতিমধ্যে আর ভারত চ্যানেলে হিন্দিতে শুরু করেছেন যেখানে তিনি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন।

গত মাসে একটি চাঞ্চল্যকর ঘোষণায় রিপাবলিক টিভির প্রধান অর্ণব গোস্বামী বলেছিলেন যে আগামী কয়েক মাসের মধ্যে প্রতিটি অঞ্চলভিত্তিক ভাষায় রিপাবলিক চ্যানেল চালু করার পরিকল্পনা রয়েছে এবং শীঘ্রই তিনি একটি আন্তর্জাতিক মিডিয়া প্রকল্প চালু করার ঘোষণা করেছিলেন।

তালোজা জেল থেকে মুক্তি পাওয়ার পরে রিপাবলিক টিভিতে বক্তব্য রাখার সময় অর্ণব গোস্বামী বলেছিলেন, “আগামী ১১ থেকে ১২ মাসের মধ্যে আমরা ভারতের প্রতিটি রাজ্যে রিপাবলিক নেটওয়ার্ক চালু করব। রিপাবলিক আগামী ১৬ থেকে ১৭ মাসের মধ্যে একটি আন্তর্জাতিক মিডিয়া প্রকল্পও চালু করবে।”

রিপাবলিক টিভির বিরুদ্ধে উদ্ধব ঠাকরে প্রতিশোধ নিচ্ছেন অভিযোগ তুলে অর্ণব গোস্বামী তাকে সতর্ক করে বলেছিলেন,”আপনি যদি আমাকে কারাগারে পাঠান তাহলে আমি সেখান থেকে একটি চ্যানেল চালু করবো। আপনি কিছু করতে পারবেন না। আমি একা নই, দেশবাসী আমার সাথে আছে। আমি যদি আগামী ১৬ মাসে বিশ্বব্যাপী মিডিয়া নেটওয়ার্ক চালু না করি তবে আমি আমার নাম বদলে দেবো।”