জামিনে মুক্তি পেল একতা জস‌ওয়ালের হত্যাকারী লাভ জিহাদি শাকিব রিজভী

0
723

বঙ্গদেশ ডেস্ক: নির্মম লাভ জিহাদের শিকার একতা জস‌ওয়ালের কথা অনেকেরই মনে আছে। প্রায় বছর দুয়েক আগে, দৌরালা এলাকার শাকিব রিজভী নামের এক মুসলিম যুবক নিজের নাম ও পরিচয় গোপন করে লুধিয়ানার বাসিন্দাকে প্রেমের ফাঁদে ফেলেছিল।

সম্পর্কের শুরুতে শাকিব নিজেকে আমন পরিচয় দিয়ে একতাকে প্রেমের জালে ফাঁসায়। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে উত্তরপ্রদেশের মেরঠে নিয়ে যায় এবং সেখানেই নির্মমভাবে একতাকে খুন করে।একতার দেহকে চার টুকরো করে ফেলা হয় এবং ধর থেকে মুণ্ডু আলাদা করে দেওয়া হয়। তারপর প্রমাণ লোপাট করতে টুকরো টুকরো অংশগুলো মাটিতে পুঁতে ফেলা হয়।


দীর্ঘ একবছর তদন্ত চলার পর চলতি বছরের জুন মাসে সূত্র মারফত শাকিব রিজভীকে পুলিশ গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে একতার দেহ উদ্ধার করা হয়। সাতমাস হাজতবাস করার পর এলাহাবাদ হাইকোর্ট জামিন দিয়েছে শাকিবকে। তবে পুলিশ সূত্রে খবর, বেশ কিছু শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে। শর্তে বলা হয়েছে, সম্পূর্ণ তদন্তে সহযোগিতা করতে হবে। পাশাপাশি ঘটনার কোন‌ও তথ্য লোপাট করা যাবে না।

একতা জস‌ওয়াল হত্যা মামলা

শাকিব রিজভীর পরিবার সূত্রে লুধিয়ানায় যাতায়াত ছিল। সেই সূত্র ধরেই একতার সঙ্গে তার পরিচয় হয়। শাকিব জানতো একতা ধনী পরিবারের মেয়ে। তাই সে একতার কাছ থেকে বিশাল অংকের টাকা হাতানোর ছক কষে। সেই উদ্দেশ্যে একতাকে বিয়ে করার নামে মেরঠে নিয়ে আসে। একতা বাড়ি থেকে পালিয়ে আসার সময় সঙ্গে করে ১৫ লক্ষ টাকার গয়না ও কয়েক লক্ষ টাকা নগদ সঙ্গে নেয়। তারা বিয়ে করে ভাড়া বাড়িতে থাকতে শুরু করে।

পরে একদিন একতাকে শশুরবাড়ির লোকজনের সঙ্গে দেখা করানোর নাম করে শাকিব তার নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে তার পরিবারের সদস্যরা সকলে মিলে একতাকে খুন করে। এরপর তার দেহ টুকরো টুকরো করে মাটিতে পুঁতে দেওয়া হয়। এবং সোনাদানা ও নগদ অর্থ তারা কুক্ষিগত করে।