লাল মাটির দেশে সরস্বতী পুজো, সাঁওতালরা সনাতনী বঙ্গ সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ

0
855

বঙ্গদেশ ডেস্ক:- শুশুনিয়া পাহাড়ের কোলে জঙ্গলমহলের বনবাসী অধ্যুষিত গ্রামে সরস্বতী পুজোয় সামিল সাঁওতাল গ্রামবাসীরা। কচিকাঁচাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বাগদেবীর আরাধনায় মাতল বাঙ্গলার বনবাসী ভূমিপুত্ররা। সমগ্র অনুষ্ঠানটির আয়োজন করল বাঙ্গালী জাতীয়তাবাদী সংগঠন “পশ্চিমবঙ্গের জন্য”।

স্থানীয় মানুষেরা দল বেঁধে পংক্তি ভোজনে অংশ নেন, শিশু বালক বালিকারা উপহার পেল শিক্ষা সামগ্রী। ছোটছোট ছাত্রছাত্রীরা কবিতা আবৃত্তি ও সাঁওতালি ভাষায় গান পরিবেশন করে। সকলে ক্রীড়া প্রতিযোগিতাতেও অংশ নেয়। সবাই করজোড়ে পুষ্পাঞ্জলি দিল বাগদেবীর চরণে। অভিভাবকদের বিপুল উৎসাহ ও সহযোগিতার ফলেই সরস্বতী পুজো সহ সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে পরিচালিত হয়েছে।

সাঁওতালরা সনাতনী বঙ্গ সংস্কৃতির অবিচ্ছেদ্দ অঙ্গ। স্মরণাতীত কাল ধরে তাঁরা স্বতন্ত্র ভাবে বাঙ্গালী সংস্কৃতিকে সমৃদ্ধ করে চলেছেন। কিন্তু বঙ্গভূমির ভূমিপুত্র সাঁওতাল জনগোষ্ঠিকে বাঙ্গালী বিদ্বেষী মৌলবাদীরা তাদের সুপ্রাচীন সনাতনী ঐতিহ্য থেকে দূরে সরিয়ে দেওয়ার যে চক্রান্ত বহুদিন ধরে করে চলেছে, তাকে প্রতিহত করে তাঁদের মূল স্রোতে উপাসনার সুযোগ করে দিয়ে আনন্দযজ্ঞে সামিল করতে ‘পশ্চিমবঙ্গের জন্য’ বদ্ধপরিকর। তারই অঙ্গ হিসাবে আয়োজিত সরস্বতী পুজোয় তাঁদের উৎসাহ উদ্দীপনা পুরুলিয়ার লালমাটির শ্যামলীমাকে আরো প্রাণোচ্ছল করে তুলেছিল।

https://m.facebook.com/story.php?story_fbid=441225803997820&id=109271067193297