মুসলিমদের নিয়ে আলাদা ‘মালাবার’ রাজ্য গঠনের ঘোষণা কেরালার মৌলবাদীদের 

0
2400

বঙ্গদেশ ডেস্ক: কেরালার উত্তর অংশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোকে নিয়ে আলাদা মুসলিম রাজ্য গঠনের ঘোষণা করলো ‘সমস্ত কেরালা সুন্নী স্টুডেন্ট ফেডারেশন’ (SKSSF)। এমনকি দাবী না মানা হলে তেলেঙ্গানার ন্যায় আন্দোলন করা হবে বলে জানিয়েছে ‘সমস্ত কেরালা সুন্নী স্টুডেন্ট ফেডারেশন’। এই নতুন রাজ্যের নাম ‘মালাবার’ রাখার দাবী জানিয়েছে ‘সমস্ত কেরালা সুন্নী স্টুডেন্ট ফেডারেশন’। 

সংগঠনের মুখপাত্র আনোয়ার সাদিক ফাইজি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে ইসলামিক রাজ্য গঠনের ঘোষণা দিয়েছে। দাবীকৃত রাজ্যের রাজধানী হবে কোঝিকোড়, এমনটাই ঘোষণা করেছে আনোয়ার সাদিক ফাইজি। এই বিষয়ে তাদের বক্তব্য এই যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম অঞ্চলগুলোতে কোনরূপ উন্নয়ন‌ই করা হয়নি। বারবার তাদের ঠকানো হয়েছে। তাই আলাদা রাজ্যের বিষয়ে ঘোষণা দিয়েছে সংগঠনটি। 

কেরালার বাস্তব পরিস্থিতি খুবই ভয়ংকর ও উদ্বেগজনক। বামপন্থী শাসিত এই রাজ্যকে বামপন্থীর মডেল হিসেবে উপস্থাপন করার চেষ্টা করলেও, গভীরে গেলেই বোঝা যায় যে কেরালা মডেল না বলাই ভালো। অভিযোগ শোনা যায়, প্রতি বছর কেরালা থেকেই সবচেয়ে বেশি যুবক-যুবতী জঙ্গিবাদী কার্যক্রমে যুক্ত হয়। যে মালাবার অঞ্চলকে আলাদা রাজ্য গড়ার দাবী করছে এই মৌলবাদীরা, সেখানে মুসলিমরা প্রায় ৫৪% পার্সেন্ট। এই মালাবার অঞ্চলের অনেক যুবক-যুবতী জঙ্গীবাদী কার্যক্রমে যুক্ত হয়েছে বলে শোনা যায়। স্থানীয় বাসিন্দাদের অনেকেই চিন্তিত। তাদের আশঙ্কা, অতি শীঘ্রই কোন ব্যবস্থা নেওয়া না হলে এই মালাবার অঞ্চল দ্বিতীয় কাশ্মীর হওয়ার প্রভূত সম্ভাবনা রয়েছে।