করোনার সামনে মাথা নুইয়ে হজ বাতিল করল সৌদি আরব

0
364

বঙ্গদেশ ডেস্ক: করোনা ভাইরাস অন্যান্য দেশের মতো সৌদি আরবেও থাবা বসিয়েছে। বর্তমানে সৌদি আরবে ১ লক্ষ ৬০ হাজার ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা,মৃত তেরো হাজারেরও বেশি।

এই অবস্থায় হজযাত্রার ফলে যাতে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে না পারে সেজন্য হজযাত্রা স্থগিত করল সৌদি সরকার। সৌদি আরবের হজ ও উমরাহ দেখাশোনা করার জন্য নির্দিষ্ট মন্ত্রক জানিয়েছে এবছর বছরে হজযাত্রা বাতিল করা হলো।

শুধুমাত্র ওদেশে বসবাসকারী বিদেশী পর্যটকদের হজযাত্রায় অনুমতি দেওয়া হবে। বাইরের কোন দেশ থেকে আগত ব্যক্তিদের হজ করার অনুমতি দেওয়া হবে না। উল্লেখ্য প্রতি বছর প্রায় ২০ লক্ষ মানুষ হজে যায়। হজযাত্রা সৌদি আরবের জাতীয় আয়ের একটি প্রধান উৎস।