বাঙ্গালার জলকন্যার বিশ্বরেকর্ড, মলোকাই চ্যানেল জয় করলেন কালনার সায়নী দাস

0
446

বঙ্গদেশ ডেস্ক: কালনার জলকন্যা ও সাঁতারু সায়নী দাস (Sayani Das)এশিয়ার মধ্যে প্রথম মহিলা সাঁতারু হিসাবে মার্কিন মুলুকের মলোকাই চ্যানেল (Molokai Channel) অতিক্রম করে জয় ছিনিয়ে এনেছেন। আরও একটি নতুন রেকর্ড গড়ে ইতিহাস তৈরী করেছেন কালনা শহরের বারুইপাড়ার মেয়ে।

মলোকাই চ্যানেল জয়ের লক্ষ্যে ২৯ মার্চ মার্কিন মুলুকে গিয়েছিলেন কালনার সাঁতারু সায়নী দাস। এপ্রিল মাসের প্রথম দু’সপ্তাহের মধ্যে মলোকাইয়ের জলে নামার কথা থাকলেও আবহাওয়া প্রতিকূল হ‌ওয়ার কারণে নামতে পারেননি তিনি। এ বিষয়ে সায়নীর কোচ তথা বাবা রাধেশ্যাম দাস বলেছেন, হাওয়ার গতিবেগ প্রতি ঘণ্টায় ৩৫-৪৫ কিমি ছিল ফলে মলোকাইয়ের জলে নামা ঝুঁকিপূর্ণ ছিল। প্রতি ঘণ্টায় ২০-২৮ কিমির মধ্যে হলে তবেই জলে নামা সম্ভব। এছাড়াও ঢেউ ছিল দু’মিটারের‌ও উপরে। তাই সায়নীর পাইলট বলেছিলেন, ভাল আবহাওয়ার জন্য অপেক্ষা করতে। সেই সময়ই বলা হয় ২৬-২৮ এপ্রিল আবহাওয়া ভাল হলে জলে নামবে সায়নী। সেই মতোই জলে নামেন সায়নী।

উল্লেখ্য, বাঙ্গালার এই কন্যার নামের সঙ্গে জুড়ে গিয়েছে ইংলিশ চ্যানেল, রটনেস্ট, ক্যাটারিনা চ্যানেল জয়ের সম্মান। এশিয়ান মহিলা হিসেবে তিনিই প্রথম হাওয়াই দ্বীপপুঞ্জের মলোকাই চ্যানেল পার করলেন।
২০২০ সালের সেপ্টেম্বর মাসে মলোকাই চ্যানেলে নামার কথা ছিল সায়নীর। কিন্তু চ্যানেল কর্তৃপক্ষের চূড়ান্ত সম্মতিও মিললেও করোনা মহামারীর কারণে বাতিল হয় সেই কর্মসূচি। তত দিনে ২০১৭, ২০১৮, ২০১৯ সালে সায়নী অতিক্রম করে ফেলেছেন ইংলিশ চ্যানেল, রটনেস্ট চ্যানেল আর ক্যাটালিনা চ্যানেল।

হাওয়াই দ্বীপপুঞ্জের ৪৪ কিলোমিটার দূরত্বের এই চ্যানেল পার হওয়া বেশ কঠিন চ্যালেঞ্জ। প্রশান্ত মহাসাগরের মলোকাই চ্যানেল অতিক্রম করার অন্যতম সমস্যা জলের ভিতর হাঙ্গরের মতো ভয়ঙ্কর জলজ প্রাণীর আনাগোনা ও কারেন্ট। সেইজন্য বহু সাঁতারুই মলোকাই চ্যানেলে নামতে চান না। তবে কঠিন অভিযান সফলভাবে শেষ করলেন বাঙ্গালার গর্ব সায়নী।