নেতাজীকে শ্রদ্ধা জানাতে বাস টার্মিনাসের নাম বদলাচ্ছে SBSTC

0
694

বঙ্গদেশ ডেস্ক: নেতাজী জন্মজয়ন্তী নিয়ে অব্যাহত কেন্দ্র-রাজ্য চাপানউতোর। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার দিনটিকে ‘পরাক্রম দিবস’ হিসাবে ঘোষণা করেছে। যদিও এই ঘোষণার ভীষণভাবে বিরোধিতা করেছে ফরওয়ার্ড ব্লক। ‘দেশপ্রেম দিবস’ হিসাবে পালনের দাবি তুলেছে ফর‌ওয়ার্ড ব্লক। বাংলার সরকার অবশ্য এই দিনটিকে ‘দেশনায়ক দিবস’ হিসাবে ঘোষণা করেছে। কীভাবে ১২৫ তম জন্মজয়ন্তীতে নেতাজীকে শ্রদ্ধা জানানো হবে তা নিয়ে চলছে রাজ্য সরকার কেন্দ্রর সঙ্গে শুরু করেছে ‘প্রতিযোগিতা’। এবার একাধিক ভাবনার কথা ঘোষণা করেছে এসবিএসটিসি।

এসবিএসটিসি’র (SBSTC) পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষ্ণনগর বাস টার্মিনাসকে ‘নেতাজি সুভাষ এসবিএসটিসি বাস টার্মিনাস’ নামকরণ করা হবে। বেশ কয়েকটি রুটেও একটি করে নতুন বাস পরিষেবা চালু করা হবে বলে জানানো হয়েছে। যেমন মায়াপুর থেকে শিলিগুড়ি পর্যন্ত একটি বাস সার্ভিসের নামকরণ করা হবে ‘নেতাজী এক্সপ্রেস’। টালিগঞ্জ থেকে তারাপীঠ পর্যন্ত বাস সার্ভিসের নাম হবে ‘আজাদ হিন্দ এক্সপ্রেস’। টালিগঞ্জ থেকে ঝাড়গ্রাম পর্যন্ত বাস সার্ভিসের নামকরণ করা হবে ‘জয় হিন্দ এক্সপেস’। উল্লেখ্য, ইতিমধ্যেই রেলমন্ত্রকের তরফে হাওড়া-কালকা মেলের নাম পরিবর্তন করে করা হয়েছে ‘নেতাজী এক্সপ্রেস’।

এদিকে, কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২৩ জানুয়ারির মূল অনুষ্ঠানের আয়োজন হচ্ছে কলকাতার ভিক্টোরিয়া হলে। যার উদ্বোধনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একুশের নির্বাচনের আগে কেন্দ্র ও রাজ্যের সংঘাতের আবহে মোদীর বাংলা সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল স্পষ্ট করে দিয়েছেন, এর সঙ্গে রাজনীতির দূরদূরান্ত কোনও যোগ নেই। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ করা হয়েছে। প্রোটোকল অনুযায়ী তাঁরও উপস্থিত থাকার কথা।